হোম > সারা দেশ > লালমনিরহাট

লালমনিরহাট সীমান্তে পুশইনের শিকার ৩ জন আটক, শূন্যরেখায় আরও ৯ জন

লালমনিরহাট প্রতিনিধি 

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে পুশইনের শিকার তিনজনকে আটক করে বিজিবি। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটের তিনটি সীমান্ত পয়েন্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুশইন করার সময় তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ছাড়া বিজিবি ও স্থানীয়দের বাধায় শূন্যরেখায় আটকে আছে আরও ৯ জন।

শনিবার সকালে হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার তিনটি সীমান্ত পয়েন্ট দিয়ে পুশইনের এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন—সাতক্ষীরার কলারোয়া উপজেলার সাতখুঁটা গ্রামের মকবুল গাজীর ছেলে শহিদুল ইসলাম (৩৫), একই এলাকার পুটুনী গ্রামের মৃত কাসেম মোল্লার ছেলে আমজাদ মোল্লা (৪০) এবং নড়াইলের কালিয়া উপজেলার পাটেশ্বরী গ্রামের আব্দুল মুকিত মোল্লার ছেলে মামুন মোল্লা (৫০)।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া সীমান্তের ৯০৫/১-এস পিলার এলাকা দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে ঢুকিয়ে দেয়। পরে বিজিবি তাদের আটক করে হাতীবান্ধা থানায় সোপর্দ করে। জানা গেছে, তারা ৮-১০ বছর আগে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং মুম্বাইয়ে কাজ করছিলেন। সম্প্রতি বিএসএফ তাদের ধরে এনে জোরপূর্বক সীমান্ত পার করে দেয়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন-নবী বলেন, ‘আটক ব্যক্তিরা বাংলাদেশি নাগরিক। তাঁদের পরিচয় যাচাই-বাছাই শেষে স্বজনদের জিম্মায় হস্তান্তর করা হবে।’

এদিকে, একই উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্ব সারডুবি সীমান্তের ৮৯১ নম্বর পিলার এলাকায় আরও তিনজনকে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলে বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধে পিছু হটে বিএসএফ। এতে ওই তিনজন এখনো শূন্যরেখায় অবস্থান করছেন।

অন্যদিকে, পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ডাঙ্গারপাড় সীমান্তেও নারীসহ ছয়জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে তাঁরাও শূন্যরেখায় অবস্থান করছেন।

সব মিলিয়ে লালমনিরহাট সীমান্তে তিনজন পুশইনের শিকার হয়ে আটক রয়েছেন এবং ৯ জন শূন্যরেখায় আটকে আছেন।

লালমনিরহাট-২ আসন: জনতা দলের শামীমের ২ কোটি টাকার বেশি ঋণ, পরিবারে সোনা ৫৫ ভরি

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

৫টি সাজাসহ ২৩টি ওয়ারেন্টে সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

কর্মবিরতিতে কার্যক্রম বন্ধ: মাসব্যাপী টিকাবঞ্চিত শিশুরা

লালমনিরহাটের ৩ আসন: জাপার দুর্গে বিভক্ত বিএনপি

অনুপ্রবেশকারী বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি

সীমান্তে বাঘ আতঙ্ক, বিজিবির সতর্কতা জারি

২২ ইঞ্জিনের ১৬টিই মেয়াদোত্তীর্ণ, ঝুঁকি

লালমনিরহাটের পাটগ্রাম: কাটার অনুমতি না পেয়ে গাছ রেখেই সড়ক প্রশস্ত