হোম > সারা দেশ > লালমনিরহাট

বিএসএফের পুশইন: পাটগ্রামের রেলস্টেশনে দুই ভারতীয় বৃদ্ধের সন্ধান

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

পাটগ্রামের রেলস্টেশনে ইউসুফ আলী ও শামসুল হক নামে দুই ভারতীয় বৃদ্ধকে পাওয়া গেছে। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটের পাটগ্রাম রেলস্টেশনে দুই ভারতীয় বৃদ্ধ নাগরিকের সন্ধান মিলেছে। গতকাল সোমবার (২ জুন) দিবাগত রাতে স্থানীয় লোকজন তাঁদের শনাক্ত করেন।

বৃদ্ধরা হলেন আসাম প্রদেশের দরং জেলার চেপাজা থানার বড়বাড়ি গ্রামের মৃত আসতুল্লা শেখের ছেলে ইউসুফ আলী (৭৪) এবং একই প্রদেশের গোয়ালপাড়া জেলার বিজনী থানার শাকতলা গ্রামের মৃত ইলেমুদ্দির ছেলে শামসুল হক (৬৪)। ইউসুফ আলীর ৯ ও শামসুল হকের পাঁচ ছেলেমেয়ে ভারতে রয়েছেন।

আজ মঙ্গলবার বেলা ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা গেছে, দুই ভারতীয় বৃদ্ধ খেয়ে-না খেয়ে রেলস্টেশনে পড়ে রয়েছেন। গণমাধ্যমকর্মী ও স্থানীয়রা বিজিবি, পুলিশকে খবর দিলেও কেউ হেফাজতে নেয়নি।

ইউসুফ আলী জানান, আট দিন আগে ১০-১২ জনের সঙ্গে বিএসএফ তাঁদের সীমান্ত দিয়ে ঠেলে বাংলাদেশে পাঠায়। পরে তাঁরা লালমনিরহাটের বিভিন্ন এলাকা ঘুরে পাটগ্রাম রেলস্টেশনে আশ্রয় নেন। পুশইনের সময় নগদ ৯ হাজার ৩০০ ভারতীয় রুপি, আই কার্ড, প্যান কার্ড ও আধার কার্ড কেড়ে নিয়েছে বিএসএফ। ভারতীয় নাগরিক এবং কার্ড থাকলেও বাংলাদেশি সন্দেহে প্রায় দুই বছর তাঁদের কারাগারে থাকতে হয়েছে।

এ ব্যাপারে পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘পুশইনের শিকার ভারতীয় বৃদ্ধ নাগরিকদের ব্যাপারে রাতে ও সকালে পাটগ্রাম বিজিবি ক্যাম্পের কমান্ডারকে জানানো হয়। রেলস্টেশনে পুলিশের নজরদারিতে তাদের রাখা হয়েছে। বিজিবি আজ মঙ্গলবার (৩ জুন) সকালে জানিয়েছে, তাঁদের (বিজিবির) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বৃদ্ধদের ভারতে ফেরত পাঠাতে বিএসএফকে সীমান্তে পতাকা বৈঠকের আহ্বান জানাবে।’

লালমনিরহাট-২ আসন: জনতা দলের শামীমের ২ কোটি টাকার বেশি ঋণ, পরিবারে সোনা ৫৫ ভরি

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

৫টি সাজাসহ ২৩টি ওয়ারেন্টে সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

কর্মবিরতিতে কার্যক্রম বন্ধ: মাসব্যাপী টিকাবঞ্চিত শিশুরা

লালমনিরহাটের ৩ আসন: জাপার দুর্গে বিভক্ত বিএনপি

অনুপ্রবেশকারী বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি

সীমান্তে বাঘ আতঙ্ক, বিজিবির সতর্কতা জারি

২২ ইঞ্জিনের ১৬টিই মেয়াদোত্তীর্ণ, ঝুঁকি

লালমনিরহাটের পাটগ্রাম: কাটার অনুমতি না পেয়ে গাছ রেখেই সড়ক প্রশস্ত