লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সোলার প্যানেল স্থাপনের পিলার চাপা পড়ে রিংকু মিয়া (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে ভোটমারী ইউনিয়নের ভুল্লারহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার মদাতি ইউনিয়নের জছির আলীর ছেলে। তিনি পেশায় ট্রাকচালক।
পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার ভুল্যারহাট এলাকায় স্তূপ করে রাখা সোলার প্যানেল স্থাপনের পিলার ট্রাক্টরযোগে প্রকল্প এলাকা চড় শৌলমারী গ্রামে নিয়ে যাওয়ার কাজ করছিলেন তিনি। এ সময় প্রকল্প এলাকার অদূরে বালুতে ট্রাক্টরটি আটকা পড়ে। এরপর চালক ও দুজন লেবার ট্রাক্টরে থাকা তিনটি পিলার নামানোর চেষ্টা করেন তারা। এতে অসাবধানতায় ট্রাক্টর ড্রাইভার রিংকু মিয়ার শরীরের ওপর তিনটি পিলারই পড়ে যায়। এতে গুরুতর আহত হন রিংকু। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবব্রত কুমার রায় জানান, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া অবস্থায় রিংকু মারা যান।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।