হোম > সারা দেশ > লালমনিরহাট

৬৬ বছর বয়সে কুমারত্ব ঘোচালেন পাটগ্রামের শরিফুল

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

শরিফুল ইসলাম প্রধান ও আইরিন আক্তার। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রামে ৬৬ বছর বয়সী শরিফুল ইসলাম প্রধান অবশেষে বিয়ে করেছেন। তিনি ২১ বছর বয়সী তরুণী আইরিন আক্তারকে বিয়ে করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার সৃষ্টি করেছেন।

জানা গেছে, পাটগ্রাম পৌরসভার কোটতলী এলাকার ধনাঢ্য ব্যবসায়ী শরিফুল ইসলাম প্রধানের বাবা–মা মারা যাওয়ার পর থেকে একা জীবন যাপন করছিলেন। একসময় আবাসিক হোটেলে রাতযাপন করতেন। পরে পরিবেশকের ব্যবসা শুরু করেন। একাকিত্ব কাটানোর জন্য ২২ মার্চ রাতে তিনি তাঁর পরিচিত আইরিন আক্তারকে বিয়ে করেন। আইরিন আক্তার কুচলিবাড়ী ইউনিয়নের নজরুল ইসলামের মেয়ে। বর্তমানে তিনি টাঙ্গাইলের একটি ডিপ্লোমা মেডিকেল কলেজে পড়াশোনা করছেন।

শরিফুল ইসলাম প্রধান আজকের পত্রিকাকে বলেন, আইরিনের সঙ্গে তাঁর পরিচয় দীর্ঘদিনের। আইরিন পড়াশোনায় বেশ মেধাবী ছিলেন। শরিফুল চতুর্থ শ্রেণি থেকে তাঁকে আর্থিক সাহায্য করতেন। বিয়ের জন্য নানা জায়গা থেকে প্রস্তাব এলেও আইরিন রাজি হচ্ছিলেন না। একসময় আইরিন নিজেই তাঁকে বিয়ে করতে ইচ্ছা প্রকাশ করেন। এরপর দুই পক্ষের পরিবারের সম্মতিতে ৬৬ বছর বয়সে শরিফুল ইসলাম বিয়ে করেন আইরিনকে।

শরিফুল ইসলাম প্রধান ও আইরিন আক্তার। ছবি: সংগৃহীত

শরিফুল ইসলাম প্রধান বলেন, ‘বয়স কোনো বিষয় নয়। আমরা জেনে-বুঝেই বিয়ে করেছি। আইরিন আমাকে বিয়ে করে খুশি। এ বয়সে এসে মনে হয়েছে, বিয়ে করা দরকার।’

এ বিষয়ে আইরিন আক্তার বলেন, শরিফুল ইসলামের সঙ্গে তাঁর সম্পর্ক কখনো প্রেমের ছিল না। তবে পড়াশোনার জন্য শরিফুল সব সময় তাঁকে সহায়তা করেছেন। আইরিন বলেন, ‘অর্থের লোভে নয়, আমি তাঁকে ভালোবেসেই বিয়ে করেছি।’

লালমনিরহাট-২ আসন: জনতা দলের শামীমের ২ কোটি টাকার বেশি ঋণ, পরিবারে সোনা ৫৫ ভরি

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

৫টি সাজাসহ ২৩টি ওয়ারেন্টে সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

কর্মবিরতিতে কার্যক্রম বন্ধ: মাসব্যাপী টিকাবঞ্চিত শিশুরা

লালমনিরহাটের ৩ আসন: জাপার দুর্গে বিভক্ত বিএনপি

অনুপ্রবেশকারী বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি

সীমান্তে বাঘ আতঙ্ক, বিজিবির সতর্কতা জারি

২২ ইঞ্জিনের ১৬টিই মেয়াদোত্তীর্ণ, ঝুঁকি

লালমনিরহাটের পাটগ্রাম: কাটার অনুমতি না পেয়ে গাছ রেখেই সড়ক প্রশস্ত