হোম > সারা দেশ > লালমনিরহাট

মব সহিংসতার অভিযোগ, হয়নি মামলা

লালমনিরহাট প্রতিনিধি 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য শাহাদাত হাবীব শাওন। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাট জেলা শহরের ডায়াবেটিস মোড় এলাকায় ‘মব সহিংসতার শিকার’ একটি পরিবার সংবাদ সম্মেলন করেছে। গতকাল সোমবার রাত ১০টায় শহরের একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য শাহাদাত হাবীব শাওন।

সংবাদ সম্মেলনে শাওন অভিযোগ করেন, গত বছরের এপ্রিলে আওয়ামী লীগ-সমর্থিতরা তাঁদের বাসায় ঢুকে তাঁর মা, নানি, দাদিসহ পরিবারের কয়েকজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করতে গেলেও স্থানীয় এমপির বাধায় সে সময় মামলা নেয়নি পুলিশ। পরে আদালতে মামলা করে পরিবারটি। সেই ঘটনার জেরে গত শুক্রবার রাতে তাদের হামলায় প্রতিপক্ষের একজন মারা গেছে, এমন একটি গুজব উসকে দিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ সমর্থিত কিছু যুবক প্রথমে শাওনের দুই ভাই সৈকত ও জিয়াকে অপহরণ করে তুলে নিয়ে বেধড়ক মারধর করে। একই গুজবে স্থানীয় বিক্ষুব্ধ শতাধিক মানুষ তাদের বাড়িসহ আরও তিনজনের বাড়ি ভাঙচুর ও লুটপাট করে। পুলিশ প্রথম দিকে নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী এসে দীর্ঘ সময় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, হামলাকারীরা বাড়ির স্বর্ণালংকার নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ওই দিন রাতে শাওনের মা জমিলা বেগম বাদী হয়ে সদর থানায় অভিযোগ দিলেও মামলা নথিভুক্ত করেনি পুলিশ। বর্তমানে শাওনের পরিবারসহ পার্শ্ববর্তী আরও তিন পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।

সংবাদ সম্মেলনে শাওনের মা জমিলা বেগম, মামা ফজলুর রহমান, মামি আনজু বেগম উপস্থিত ছিলেন।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী বলেন, অভিযোগের তদন্ত চলছে। তদন্ত শেষে মামলা নেওয়ার মতো হলে অবশ্যই নেওয়া হবে।

লালমনিরহাট-২ আসন: জনতা দলের শামীমের ২ কোটি টাকার বেশি ঋণ, পরিবারে সোনা ৫৫ ভরি

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

৫টি সাজাসহ ২৩টি ওয়ারেন্টে সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

কর্মবিরতিতে কার্যক্রম বন্ধ: মাসব্যাপী টিকাবঞ্চিত শিশুরা

লালমনিরহাটের ৩ আসন: জাপার দুর্গে বিভক্ত বিএনপি

অনুপ্রবেশকারী বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি

সীমান্তে বাঘ আতঙ্ক, বিজিবির সতর্কতা জারি

২২ ইঞ্জিনের ১৬টিই মেয়াদোত্তীর্ণ, ঝুঁকি

লালমনিরহাটের পাটগ্রাম: কাটার অনুমতি না পেয়ে গাছ রেখেই সড়ক প্রশস্ত