হোম > সারা দেশ > লালমনিরহাট

হাতীবান্ধায় পুকুর থেকে নারীর লাশ উদ্ধার 

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় পুকুর থেকে হাসনা খাতুন (৫৫) নামের এক নারীর লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানান স্থানীয় লোকজন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বড়খাতা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। 

লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বড়খাতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল। তিনি বলেন, ‘ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। কখন যে পুকুরের পানিতে পড়ছে কেউ বলতে পারেন না। পরে স্থানীয়রা পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে তাঁর লাশ উদ্ধার করেন।’ 

হাসনা খাতুন হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের বসুনিয়াপাড়ার মৃত ফজলে রহমানের স্ত্রী বলে জানান স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন। তিনি বলেন, ‘প্রায় ৬-৭ বছর থেকে হাসনা খাতুন মানসিক ভারসাম্যহীন হন। তাঁর স্বামী মারা গেছেন অনেক আগেই। একটি ছেলে আছে, সেও ঢাকায় থাকে। এখানে বাড়িতেই থাকতেন হাসনা খাতুন।’ 

আবুল হোসেন আরও বলেন, ‘আজ সকাল থেকে এলাকায় অনেক বাড়িতে ঘুরেছেন হাসনা খাতুন। হঠাৎ দুপুরের দিকে তাঁর ছোট ভাই বাবু স্থানীয় গফুর আলীর পুকুরের পানিতে একটি শাড়ি ভাসতে দেখেন। এ সময় স্থানীয়দের সহযোগিতায় দেখতে পান যে সেটা হাসনা খাতুনের লাশ। সেখান থেকে লাশ উদ্ধার করা হয়। আমরা বিষয়টি চেয়ারম্যানকে জানিয়েছি।’ 

এ বিষয়ে হাসনা খাতুনের ছোট ভাই বাবু বলেন, ‘আমি দুপুরের দিকে পুকুরপাড়ে গেলে পানিতে একটি শাড়ি ভাসতে দেখি। পরে স্থানীয়দের সহযোগিতায় সেটি টেনে আনলে দেখতে পাই সেটি আমার বড় বোনের লাশ।’ 

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘বিষয়টি শুনেছি। ওই নারীর পরিবারের লোকজন থানায় এসেছে। এ বিষয়ে তাঁদের সঙ্গে কথা বলতেছি।’

সীমান্তে বাঘ আতঙ্ক, বিজিবির সতর্কতা জারি

২২ ইঞ্জিনের ১৬টিই মেয়াদোত্তীর্ণ, ঝুঁকি

লালমনিরহাটের পাটগ্রাম: কাটার অনুমতি না পেয়ে গাছ রেখেই সড়ক প্রশস্ত

সার না পেয়ে কৃষকদের ফের মহাসড়ক অবরোধ

লালমনিরহাটের পাটগ্রাম: জব্দ করা সার বিক্রিতে ফের অনিয়ম, ক্ষোভ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

অর্থাভাবে নিভে যাচ্ছে শিশু সাব্বিরের চোখের আলো

সার সংকটে ক্ষুব্ধ কৃষকদের মহাসড়ক অবরোধ

ফসলি জমি থেকে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার

হাতীবান্ধায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু