হোম > সারা দেশ > লালমনিরহাট

এনসিপির মিছিল-সমাবেশ: ‘কোনো একক দলের কথায় নির্বাচন দেওয়া যাবে না’

লালমনিরহাট প্রতিনিধি 

লালমনিরহাটে আজ বৃহস্পতিবার মিছিল ও সমাবেশ করেছেন এনসিপির নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

জুলাই সনদ প্রকাশ, মৌলিক সংস্কার সম্পন্ন করা ও গণ-অভ্যুত্থানে হত্যাকারীদের বিচার নিশ্চিত করার দাবিতে লালমনিরহাটে মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাট জেলা শহরের এমটি হোসেন ইনস্টিটিউট মাঠ থেকে মিছিল বের হয়। মিছিলটি পৌরসভাসংলগ্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের মিশন মোড় চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সংগঠক (উত্তরাঞ্চল) রাসেল আহমেদ। তিনি বলেন, ‘অতি দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। মৌলিক সংস্কার ছাড়া কোনো নির্বাচনের রোডম্যাপ গ্রহণযোগ্য নয়। জুলাইয়ের গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া মানুষের ওপর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যেভাবে গুলি চালিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেই নৃশংস ঘটনার বিচার করতে হবে।’ তিনি আরও বলেন, ‘কোনো একক দলের কথায় নির্বাচন দেওয়া যাবে না। যদি নির্বাচন দিতেই হয়, তাহলে জুলাই বিপ্লবের অধিকার আদায়ের পর নির্বাচন হওয়া উচিত।’

সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির লালমনিরহাট জেলা কমিটির প্রধান সমন্বয়কারী রকিবুল হাসান। জেলা কমিটির সদস্য মুকুল হোসেনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী আখলাক আলী রকি, শাহ সুলতান, নাসির উদ্দিন আহমেদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা।

লালমনিরহাট-২ আসন: জনতা দলের শামীমের ২ কোটি টাকার বেশি ঋণ, পরিবারে সোনা ৫৫ ভরি

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

৫টি সাজাসহ ২৩টি ওয়ারেন্টে সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

কর্মবিরতিতে কার্যক্রম বন্ধ: মাসব্যাপী টিকাবঞ্চিত শিশুরা

লালমনিরহাটের ৩ আসন: জাপার দুর্গে বিভক্ত বিএনপি

অনুপ্রবেশকারী বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি

সীমান্তে বাঘ আতঙ্ক, বিজিবির সতর্কতা জারি

২২ ইঞ্জিনের ১৬টিই মেয়াদোত্তীর্ণ, ঝুঁকি

লালমনিরহাটের পাটগ্রাম: কাটার অনুমতি না পেয়ে গাছ রেখেই সড়ক প্রশস্ত