হোম > সারা দেশ > লালমনিরহাট

লালমনিরহাটে ফিলিং স্টেশন থেকে বাস গায়েব

লালমনিরহাট প্রতিনিধি 

লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের তুষভান্ডার রওশন ফিলিং স্টেশন থেকে চুরি হয়েছে বাস। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার একটি ফিলিং স্টেশন থেকে হাবিব পরিবহনের একটি যাত্রীবাহী বাস চুরি হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে উপজেলার সদরের তুষভান্ডার রওশন ফিলিং স্টেশন থেকে এ চুরির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, প্রতিদিনই বুড়িমারী থেকে ঢাকায় চলাচল করে হাবিব পরিবহনের একটি যাত্রীবাহী বাস। কয়েক দিন গাড়ির সমস্যা থাকার কারণে তুষভান্ডার রওশন ফিলিং স্টেশন (তেলের পাম) রেখে দেন। কিন্তু মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে একটি কালো মাইক্রোবাস নিয়ে এসে কয়েকজন বাসটিকে ধাক্কা দিয়ে চালু করে নিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়।

হাবিব পরিবহনের মালিক রায়হান বলেন, ‘কিছুদিন আগেই কুড়িগ্রামের ফজলু মিয়ার কাছ থেকে ঢাকা মেট্রো ব-১৪-২৮১৮ এই বাসটি ক্রয় করেছি। এখন চালু পেট্রল পাম্প থেকে কারা এই বাসটি নিয়ে গেল কিছুই বুঝতে পারছি না। কয়েকজন বন্ধুরা মিলে এই বাসের ব্যবসা চালু করেছিলাম। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। শনাক্তের চেষ্টা চলছে।’

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, ‘সম্ভবত পাওনা টাকা কেন্দ্র করেই কুড়িগ্রামের মালিক বাসটি নিয়ে গেছেন। স্থানীয়দের কাছে এমনই তথ্য পাওয়া গেছে। তবে কাউকে না বলে এভাবে বাস নিয়ে যাওয়া কখনোই ঠিক হয়নি। অভিযোগ দিলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

লালমনিরহাট-২ আসন: জনতা দলের শামীমের ২ কোটি টাকার বেশি ঋণ, পরিবারে সোনা ৫৫ ভরি

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

৫টি সাজাসহ ২৩টি ওয়ারেন্টে সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

কর্মবিরতিতে কার্যক্রম বন্ধ: মাসব্যাপী টিকাবঞ্চিত শিশুরা

লালমনিরহাটের ৩ আসন: জাপার দুর্গে বিভক্ত বিএনপি

অনুপ্রবেশকারী বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি

সীমান্তে বাঘ আতঙ্ক, বিজিবির সতর্কতা জারি

২২ ইঞ্জিনের ১৬টিই মেয়াদোত্তীর্ণ, ঝুঁকি

লালমনিরহাটের পাটগ্রাম: কাটার অনুমতি না পেয়ে গাছ রেখেই সড়ক প্রশস্ত