হোম > সারা দেশ > লালমনিরহাট

পাটগ্রামে কলাগাছের ভেলা উল্টে নদীতে ডুবে কিশোরের মৃত্যু

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রামে সানিয়াজান নদীতে কলাগাছের ভেলা উল্টে পানিতে ডুবে রাজু হোসেন (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার উপজেলার বাউরা ইউনিয়নের জমগ্রাম মোতাহার হোসেন বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

রাজু হোসেন পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।

লাশ উদ্ধারের বিষয়টির সত্যতা আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাবিউল হক মিরন।

স্থানীয় লোকজন জানান, তিন বন্ধুসহ রাজু বাউরা ইউনিয়নের জমগ্রাম মোতাহার হোসেন বাজার এলাকায় সানিয়াজান নদীতে কলা গাছের ভেলায় উঠে ঘুরছিল। একপর্যায়ে কচুরিপানার স্তূপের সঙ্গে ধাক্কা লেগে ভেলা উল্টে নদীতে তলিয়ে যায় তারা। অপর দুই বন্ধু স্থানীয়দের সহায়তায় উঠে এলেও নদীতে নিখোঁজ হয় রাজু। খবর পেয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলাম মোবাইল ফোনে ঘটনাটি পাটগ্রাম উপজেলা ফায়ার সার্ভিসের দলকে জানান।

পাটগ্রাম উপজেলা ফায়ার সার্ভিসের দল রংপুর ডুবুরি দলকে খবর দেয়। সেখান থেকে ডুবুরি দল এসে সন্ধ্যা ৬টার দিকে নদী থেকে কিশোরের লাশ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলে পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল ও ইউএনও নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

২২ ইঞ্জিনের ১৬টিই মেয়াদোত্তীর্ণ, ঝুঁকি

লালমনিরহাটের পাটগ্রাম: কাটার অনুমতি না পেয়ে গাছ রেখেই সড়ক প্রশস্ত

সার না পেয়ে কৃষকদের ফের মহাসড়ক অবরোধ

লালমনিরহাটের পাটগ্রাম: জব্দ করা সার বিক্রিতে ফের অনিয়ম, ক্ষোভ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

অর্থাভাবে নিভে যাচ্ছে শিশু সাব্বিরের চোখের আলো

সার সংকটে ক্ষুব্ধ কৃষকদের মহাসড়ক অবরোধ

ফসলি জমি থেকে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার

হাতীবান্ধায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

সীমান্তে ছররা গুলি ছুড়েছে বিএসএফ, পতাকা বৈঠকে অসম্মতি