হোম > সারা দেশ > লালমনিরহাট

সরকারি দুই প্রতিষ্ঠানে দুজনের ঝুলন্ত লাশ

লালমনিরহাট প্রতিনিধি 

প্রতীকী ছবি

লালমনিরহাটে সরকারি দুই প্রতিষ্ঠান থেকে দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সদর থানা-পুলিশ। আজ সোমবার সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের হাঁড়িভাঙ্গা দরগারপার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সদর হাসপাতালে নার্সিং কোয়ার্টার থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।

মৃত ব্যক্তিরা হলেন সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের তেলিপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে হাঁড়িভাঙ্গা দরগারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক কাম নৈশপ্রহরী সাইফুল ইসলাম (৩৭) ও রংপুরের পীরগঞ্জ উপজেলার পরেশ চন্দ্রের ছেলে সদর হাসপাতালের স্টাফ নার্স কনক রানীর ভাতিজা আদিতমারী উপজেলার সরকারি কলেজের ছাত্র তুষার চন্দ্র (১৮)।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, সাইফুল ১১ বছর ধরে হাঁড়িভাঙ্গা দরগারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক কাম নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। রাতে তিনি ওই প্রতিষ্ঠানেই থাকতেন। প্রতিদিনের মতো গতকাল রোববার রাতে বিদ্যালয়ে ছিলেন। সকালে বিদ্যালয়ে গিয়ে শিক্ষকেরা পঞ্চম শ্রেণির কক্ষে তাঁর ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন।

অপরদিকে দুপুরে স্থানীয় বাসিন্দাদের খবরে সদর হাসপাতালের স্টাফ নার্স কনক রানীর কোয়ার্টার থেকে কলেজছাত্র তুষার চন্দ্রের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। দুই লাশের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাঁদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী বলেন, দুই সরকারি প্রতিষ্ঠান থেকে দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। দুজনেই আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাঁদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাঁদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

লালমনিরহাট-২ আসন: জনতা দলের শামীমের ২ কোটি টাকার বেশি ঋণ, পরিবারে সোনা ৫৫ ভরি

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

৫টি সাজাসহ ২৩টি ওয়ারেন্টে সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

কর্মবিরতিতে কার্যক্রম বন্ধ: মাসব্যাপী টিকাবঞ্চিত শিশুরা

লালমনিরহাটের ৩ আসন: জাপার দুর্গে বিভক্ত বিএনপি

অনুপ্রবেশকারী বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি

সীমান্তে বাঘ আতঙ্ক, বিজিবির সতর্কতা জারি

২২ ইঞ্জিনের ১৬টিই মেয়াদোত্তীর্ণ, ঝুঁকি

লালমনিরহাটের পাটগ্রাম: কাটার অনুমতি না পেয়ে গাছ রেখেই সড়ক প্রশস্ত