হোম > সারা দেশ > লালমনিরহাট

মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা ও মারপিটের প্রতিবাদে মানববন্ধন করেছেন জেলা ও উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানেরা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজির হোসেনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে স্মারকলিপি দেন তারা। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ হাতীবান্ধা উপজেলা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রায় কয়েক শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধার সন্তানেরা অংশ নেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, যে বীর মুক্তিযোদ্ধাদের জন্য আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তাদের ওপর হামলা ও নির্যাতন মেনে যায় না। এরপর যদি কেউ কখনো বীর মুক্তিযোদ্ধাদের অসম্মান করার চেষ্টা করেন তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। 

মানববন্ধনে বক্তব্য রাখেন—বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক রোকনুজ্জামান সোহেল, বীর মুক্তিযোদ্ধার সন্তান মনিরুল ইসলাম পল্লব, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্যসচিব আবুল কালাম, হাতীবান্ধা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি বীর মুক্তিযোদ্ধার সন্তান রনিউল ইসলাম রিপন। 

সীমান্তে বাঘ আতঙ্ক, বিজিবির সতর্কতা জারি

২২ ইঞ্জিনের ১৬টিই মেয়াদোত্তীর্ণ, ঝুঁকি

লালমনিরহাটের পাটগ্রাম: কাটার অনুমতি না পেয়ে গাছ রেখেই সড়ক প্রশস্ত

সার না পেয়ে কৃষকদের ফের মহাসড়ক অবরোধ

লালমনিরহাটের পাটগ্রাম: জব্দ করা সার বিক্রিতে ফের অনিয়ম, ক্ষোভ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

অর্থাভাবে নিভে যাচ্ছে শিশু সাব্বিরের চোখের আলো

সার সংকটে ক্ষুব্ধ কৃষকদের মহাসড়ক অবরোধ

ফসলি জমি থেকে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার

হাতীবান্ধায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু