হোম > সারা দেশ > লালমনিরহাট

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২

লালমনিরহাট প্রতিনিধি 

প্রতীকী ছবি

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম গোলাম জাকারিয়া প্লাবন (২৪)। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোলাম জাকারিয়া প্লাবন কালীগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়নের শাখাতি গ্রামের গোলাম রহমান বাদশার ছেলে।

আহত ব্যক্তিরা হলেন হাতীবান্ধা উপজেলার কেতকিবাড়ী এলাকার আবুল কালামের ছেলে মোথির মোহাম্মদ ফুয়াদ (২২) ও পাটগ্রাম উপজেলার জোংড়া এলাকার মোখলেছার রহমানের ছেলে আতিকুর রহমান রিজু (৩২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা একটি ট্রাক রংপুরের দিকে যাচ্ছিল। এ সময় মহেন্দ্রনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে ধাক্কা লাগে। মোটরসাইকেলটিতে তিনজন আরোহী ছিলেন। তাঁদের মধ্যে গোলাম জাকারিয়া প্লাবন ঘটনাস্থলে মারা যান। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা অপর দুই আরোহীকে আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

লালমনিরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) বাদল চন্দ্র আজকের পত্রিকাকে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে মারা যান। অপর দুই আরোহী আহত হয়েছেন।

৫টি সাজাসহ ২৩টি ওয়ারেন্টে সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

কর্মবিরতিতে কার্যক্রম বন্ধ: মাসব্যাপী টিকাবঞ্চিত শিশুরা

লালমনিরহাটের ৩ আসন: জাপার দুর্গে বিভক্ত বিএনপি

অনুপ্রবেশকারী বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি

সীমান্তে বাঘ আতঙ্ক, বিজিবির সতর্কতা জারি

২২ ইঞ্জিনের ১৬টিই মেয়াদোত্তীর্ণ, ঝুঁকি

লালমনিরহাটের পাটগ্রাম: কাটার অনুমতি না পেয়ে গাছ রেখেই সড়ক প্রশস্ত

সার না পেয়ে কৃষকদের ফের মহাসড়ক অবরোধ

লালমনিরহাটের পাটগ্রাম: জব্দ করা সার বিক্রিতে ফের অনিয়ম, ক্ষোভ