হোম > সারা দেশ > লালমনিরহাট

হাতীবান্ধায় সাংবাদিককে মারধর, গ্রেপ্তার ৩  

প্রতিনিধি, হাতীবান্ধা

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সেলিম সম্রাট (২৫) নামের এক সাংবাদিককে মারধরের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার পার্টিকেপাড়া ইউনিয়নের পারুলিয়া বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

সাংবাদিককে মারধরের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বড়খাতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে আলী রেজা বাদল (৫০), তাইজুল ইসলাম মুকুট (৪৫) ও মুকুটের ছেলে মিরাজুল ইসলাম হৃদয় (২০)।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, সাংবাদিক সেলিম সম্রাটকে মারধরের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ শেষে আজ দুপুরে জেলহাজতে পাঠানো হবে।

উল্লেখ্য, গত রোববার বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়ায় গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে ওই এলাকার মৃত মজিবরের ছেলে মিজানুর রহমানের জমি নিয়ে ঝগড়া লাগে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে সংবাদ সংগ্রহের জন্য সেখানে যান দৈনিক বাহান্নোর আলোর হাতীবান্ধা প্রতিনিধি সম্রাট। সেখানে যাওয়ামাত্র তাঁরা সম্রাটকে গলাধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন এবং মারধর করেন। পরে এ ঘটনায় রোববার মধ্যরাতে তাইজুল ইসলাম মুকুটসহ আরও দুজনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দেন সাংবাদিক সেলিম।

সীমান্তে বাঘ আতঙ্ক, বিজিবির সতর্কতা জারি

২২ ইঞ্জিনের ১৬টিই মেয়াদোত্তীর্ণ, ঝুঁকি

লালমনিরহাটের পাটগ্রাম: কাটার অনুমতি না পেয়ে গাছ রেখেই সড়ক প্রশস্ত

সার না পেয়ে কৃষকদের ফের মহাসড়ক অবরোধ

লালমনিরহাটের পাটগ্রাম: জব্দ করা সার বিক্রিতে ফের অনিয়ম, ক্ষোভ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

অর্থাভাবে নিভে যাচ্ছে শিশু সাব্বিরের চোখের আলো

সার সংকটে ক্ষুব্ধ কৃষকদের মহাসড়ক অবরোধ

ফসলি জমি থেকে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার

হাতীবান্ধায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু