লালমনিরহাটে ১৪টি স্বর্ণের বারসহ রবিউল ইসলাম (৩০) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শুক্রবার বিকেলে বিজিবির হলরুমে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিজিবির ১৫-ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ।
আটক রবিউল ইসলাম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ধর্মপুর এলাকার মজিবর রহমানের ছেলে।
সংবাদ সম্মেলনে লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ জানান, আজ বিকেলে স্বর্ণ পাচারের খবরে বিওপির টহলদল সীমান্তের ৯৪২ /৮ এস-এ অবস্থান নেয়। এ সময় মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে রবিউল ইসলাম। টহলদল তাঁকে ধাওয়া করে পাশের ধানখেত থেকে আটক করে। এ সময় মোটরসাইকেল তল্লাশি করে তেলের ট্যাংকের ভেতর থেকে নেটের ব্যাগে প্যাঁচানো একটি প্যাকেট উদ্ধার করে। ওই প্যাকেট খুলে ১৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪০ লাখ টাকা।