লালমনিরহাটের কালীগঞ্জে বিয়ে করে ফেরার পথে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জাহিদুল ইসলাম (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে উপজেলার তুষভান্ডার এলাকায় গাড়িতে অসুস্থ হয়ে পড়েন তিনি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহত জাহিদুল ইসলাম কাকিনা ইউনিয়নের ওয়াপদা বাজার এলাকার মহুবার রহমানের ছেলে।
স্থানীয় বাসিন্দাদের বরাতে পুলিশ জানায়, একই উপজেলার চৌধুরীর হাটে রোববার সন্ধ্যায় বিয়ে হয় জাহিদুল ইসলামের। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূ ও আত্মীয়স্বজনদের নিয়ে কাকিনা ওয়াপদা বাজারে নিজ বাড়িতে ফিরছিলেন। গাড়ি তুষভান্ডার বাজার পার হলে জাহিদুল ইসলাম বুকে ব্যথা অনুভব করেন। আত্মীয়স্বজনেরা তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
কাকিনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য শাহাবুদ্দিন বলেন, বিয়ে করে কনেকে নিয়ে ফেরার পথে জাহিদুল অসুস্থ অবস্থায় মারা যান। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, নববিবাহিত যুবকের মৃত্যুর বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর পুরো ঘটনা জানা যাবে।