হোম > সারা দেশ > লালমনিরহাট

সড়ক ভাঙা মামলায় ১০ বছর পর খালাস বিএনপি নেতা দুলুসহ ৭০ জন

লালমনিরহাট প্রতিনিধি 

লালমনিরহাটে মামলায় নিঃশর্ত খালাস পেয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটে বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ ৭০ জন আসামি নিঃশর্ত খালাস পেয়েছেন। আজ সোমবার দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আদীব আলী এ রায় ঘোষণা করেন।

২০১৫ সালের ৬ জানুয়ারি বিএনপির ডাকা অবরোধ কর্মসূচির সময় লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শিমুলতলা এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের ওপর খুঁটি গেড়ে, কুড়াল ও কোদাল দিয়ে সড়ক ভাঙার চেষ্টা করা হয়। এই অভিযোগে ৯ জানুয়ারি লালমনিরহাট সদর থানার তৎকালীন এসআই জাফর ইকবাল একটি মামলা করেন, যেখানে আসাদুল হাবিব দুলুসহ ৪৫ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও অজ্ঞাতনামা ৫০০-৫৫০ জনকে আসামি করা হয়।

আজ অভিযোগ গঠনের দিন আদালতে সরকারি কৌঁসুলি (পিপি) মামলাটি রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ করে ও আদালতে তৎকালীন রাজনৈতিক পটভূমি তুলে ধরে আসামিদের নিঃশর্ত খালাস চেয়ে আবেদন করেন। আদালত তা গ্রহণ করে সব আসামিকে মামলায় নিঃশর্ত খালাস দেন।

বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু সাংবাদিকদের বলেন, ‘আজ আদালত থেকে ন্যায়বিচার পেলাম। এতে প্রমাণ হলো, কোনো ফ্যাসিবাদী সরকার মিথ্যা মামলা দিয়ে গণতান্ত্রিক আন্দোলন ঠেকিয়ে রাখতে পারে না, বরং গণ-আন্দোলনের মুখে তারাই পতনের শিকার হয়।’

এ সময় লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি কে এম হুমায়ুন রেজা সাংবাদিকদের জানান, মামলাটি রাজনৈতিক প্রতিহিংসার অংশ ছিল এবং আদালত মামলাটি খারিজ করার জন্য যথাযথ কারণ পেয়েছেন।

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

লালমনিরহাট-২ আসন: জনতা দলের শামীমের ২ কোটি টাকার বেশি ঋণ, পরিবারে সোনা ৫৫ ভরি

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

৫টি সাজাসহ ২৩টি ওয়ারেন্টে সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

কর্মবিরতিতে কার্যক্রম বন্ধ: মাসব্যাপী টিকাবঞ্চিত শিশুরা

লালমনিরহাটের ৩ আসন: জাপার দুর্গে বিভক্ত বিএনপি

অনুপ্রবেশকারী বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি

সীমান্তে বাঘ আতঙ্ক, বিজিবির সতর্কতা জারি

২২ ইঞ্জিনের ১৬টিই মেয়াদোত্তীর্ণ, ঝুঁকি