হোম > সারা দেশ > লালমনিরহাট

কালীগঞ্জে চেয়ারম্যান পদে প্রথম কোনো নারী প্রার্থী

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জে আসন্ন তুষভান্ডার ইউপি নির্বাচনে প্রথম কোনো নারী প্রার্থী চেয়ারম্যান পদে আগ্রহী হয়েছেন। তিনি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদের সহধর্মিণী সাজেদা জামান। 

জানা যায়, এর আগে কখনো উপজেলার ৮ নম্বর ইউনিয়নে কোনো নারী ইউপি প্রার্থী চেয়ারম্যান পদে ছিলেন না। তবে এবারে সাজেদা জামান তুষভান্ডার ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টারসহ বাড়ি বাড়ি গিয়ে প্রার্থী হওয়ার প্রচারণা চালাচ্ছেন। 

সাজেদা জামান বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে আমি চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করে মাঠে নেমেছি। দীর্ঘদিনের স্বপ্ন জনপ্রতিনিধি হয়ে জনগণের কল্যাণের মাধ্যমে এলাকার উন্নয়নের পাশাপাশি নারীদের ভাগ্যের উন্নয়ন করব। এ ছাড়া নির্বাচিত হলে আমার মূল লক্ষ্য হচ্ছে সমাজ থেকে বাল্যবিবাহ, মাদক ও দুর্নীতি মুক্ত ইউনিয়ন গড়া এবং ইউনিয়নবাসীকে ভালো কিছু উপহার দেওয়া। ইউনিয়নবাসী পরিবর্তন চায়, আমার বিশ্বাস মানুষের সমর্থন ও সহযোগিতা পেলে সমাজের দুর্বৃত্তায়ন ও অস্থিরতা থেকে ইউনিয়নবাসীকে মুক্ত করতে পারব।’ 

তিনি আরও বলেন, ‘গরিব অসহায় এবং সকল মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ানোর সুযোগ করে দেওয়ার জন্য আমি ইউনিয়নবাসীসহ সকলের দোয়া চাই। জনগণের দোয়া ও ভালোবাসা থাকলে বিজয় নিশ্চিত হবে ইনশা আল্লাহ।’ 

৫টি সাজাসহ ২৩টি ওয়ারেন্টে সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

কর্মবিরতিতে কার্যক্রম বন্ধ: মাসব্যাপী টিকাবঞ্চিত শিশুরা

লালমনিরহাটের ৩ আসন: জাপার দুর্গে বিভক্ত বিএনপি

অনুপ্রবেশকারী বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি

সীমান্তে বাঘ আতঙ্ক, বিজিবির সতর্কতা জারি

২২ ইঞ্জিনের ১৬টিই মেয়াদোত্তীর্ণ, ঝুঁকি

লালমনিরহাটের পাটগ্রাম: কাটার অনুমতি না পেয়ে গাছ রেখেই সড়ক প্রশস্ত

সার না পেয়ে কৃষকদের ফের মহাসড়ক অবরোধ

লালমনিরহাটের পাটগ্রাম: জব্দ করা সার বিক্রিতে ফের অনিয়ম, ক্ষোভ