হোম > সারা দেশ > লালমনিরহাট

লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির ৫ জন কারাগারে

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে হরতালে সংঘর্ষে নিহত শ্রমিকনেতা জাহাঙ্গীর হত্যা মামলায় বিএনপির পাঁচ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

আজ বুধবার লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে আসামিরা জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক মো. মিজানুর রহমান তাঁদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

আসামিরা হলেন লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, একই কমিটির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, একই ইউনিয়নের যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহানুর আলম সুজন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সোহাগ পাটোয়ারী এবং একই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাদ্দাম হোসেন। 

লালমনিরহাট আদালতের সরকারি কৌঁসুলি আকমল হোসেন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

এর আগে আসামিরা এ মামলায় হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। সেই জামিনের মেয়াদ শেষে আজ লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। 

আদালতের পুলিশ জানায়, গত বছরের ২৯ অক্টোবর বিএনপির হরতালে সংঘর্ষে সদর উপজেলা লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের নেতা জাহাঙ্গীর আলম আহত হন। গুরুতর আহতাবস্থায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

পরে এ ঘটনায় ১ নভেম্বর কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে হুকুমের আসামি করে ৮১ জনের নাম উল্লেখ করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

লালমনিরহাট-২ আসন: জনতা দলের শামীমের ২ কোটি টাকার বেশি ঋণ, পরিবারে সোনা ৫৫ ভরি

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

৫টি সাজাসহ ২৩টি ওয়ারেন্টে সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

কর্মবিরতিতে কার্যক্রম বন্ধ: মাসব্যাপী টিকাবঞ্চিত শিশুরা

লালমনিরহাটের ৩ আসন: জাপার দুর্গে বিভক্ত বিএনপি

অনুপ্রবেশকারী বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি

সীমান্তে বাঘ আতঙ্ক, বিজিবির সতর্কতা জারি

২২ ইঞ্জিনের ১৬টিই মেয়াদোত্তীর্ণ, ঝুঁকি

লালমনিরহাটের পাটগ্রাম: কাটার অনুমতি না পেয়ে গাছ রেখেই সড়ক প্রশস্ত