হোম > সারা দেশ > লালমনিরহাট

দেশটা এখন দুর্নীতিবাজদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে: জিএম কাদের

লালমনিরহাট প্রতিনিধি

বাংলাদেশ দুর্নীতিবাজদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

আজ শনিবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার ঢাকনাই বিএম কলেজের চারতলা বিশিষ্ট ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে মন্তব্য করেন তিনি। 

জিএম কাদের বলেন, ‘দেশটা এখন দুর্নীতিবাজদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। দুর্নীতিবাজেরা এখানে সম্মান পাচ্ছে। দুর্নীতিবাজেরাই এখন সমাজে প্রতিপত্তিশালী এবং প্রভাবশালী। তাঁরাই দেশকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করছে, সরকারকেও তারাই নিয়ন্ত্রণ করছে। আর সব সেক্টরে এটা ঘটছে।’

জাপা চেয়ারম্যান আরও বলেন, ‘রমজানকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে। কিছু বিশেষ পণ্য রমজানের সময় বেশি ব্যবহৃত হয়। সেগুলোর দাম অনেকগুণ বেড়ে যাচ্ছে এবং থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। রমজানকে সামনে রেখে চাহিদামত বন্দোবস্ত করলে ম্যানেজ করা সম্ভব কিন্তু সরকার তা করছেন না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’

জাপা চেয়ারম্যান জিএম কাদের বলেন, ‘আমার সময়, আমি যখন বাণিজ্যমন্ত্রী ছিলাম তখন কোনো রমজান বা উৎসবের আগে দ্রব্যমূল্য স্বাভাবিকভাবে বাড়ত। সেই সময়ে যারা বাজার সিন্ডিকেট করে পণ্য জমিয়ে রেখেছিল তখন তাঁরা পস্তিয়েছে। কেননা দাম পড়ে গিয়েছিল, আর পর্যাপ্ত পরিমাণ ছিল।’

সীমান্তে বাঘ আতঙ্ক, বিজিবির সতর্কতা জারি

২২ ইঞ্জিনের ১৬টিই মেয়াদোত্তীর্ণ, ঝুঁকি

লালমনিরহাটের পাটগ্রাম: কাটার অনুমতি না পেয়ে গাছ রেখেই সড়ক প্রশস্ত

সার না পেয়ে কৃষকদের ফের মহাসড়ক অবরোধ

লালমনিরহাটের পাটগ্রাম: জব্দ করা সার বিক্রিতে ফের অনিয়ম, ক্ষোভ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

অর্থাভাবে নিভে যাচ্ছে শিশু সাব্বিরের চোখের আলো

সার সংকটে ক্ষুব্ধ কৃষকদের মহাসড়ক অবরোধ

ফসলি জমি থেকে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার

হাতীবান্ধায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু