হোম > সারা দেশ > লালমনিরহাট

নিরাপত্তা দাবি সেই নরসুন্দর পরিবারটির

লালমনিরহাট প্রতিনিধি 

মব তৈরি করে বাবা-ছেলেকে নির্যাতনের ঘটনায় আজ বুধবার তদন্তে গিয়ে নিরাপত্তার আশ্বাস দেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শরিফ উদ্দিন। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটে ধর্মীয় কটূক্তির অভিযোগ তুলে মব তৈরি করে বাবা-ছেলেকে নির্যাতন করে পুলিশে সোপর্দ করা সেই নরসুন্দর পরিবারটি নিরাপত্তার দাবি জানিয়েছেন। আজ বুধবার তদন্তে এসে নিরাপত্তা দেওয়ার আশ্বাসও দিয়েছেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শরিফ উদ্দিন।

এর আগে গত রোববার লালমনিরহাট শহরের গোশালা বাজারের হানিফ পাগলার মোড়ের নিজেদের দোকানের সামনে মবের শিকার হন নরসুন্দর বাবা পরেশ চন্দ্র শীল ও ছেলে বিষ্ণু চন্দ্র শীল। পরদিন তাঁদের বিরুদ্ধে ধর্মীয় কটূক্তির অভিযোগে করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জানা গেছে, লালমনিরহাট পৌরসভার গোশলা বাজারের হানিফ পাগলা মোড়ে সেলুনের দোকানের আয়ে চলে পরেশ চন্দ্র শীলের পরিবার। ওই দোকানে কাজ করেন তাঁর ছেলে বিষ্ণু চন্দ্র শীল। গত শুক্রবার দুপুরে ওই দোকানে কাজ করতে আসা এক তরুণের সঙ্গে হিন্দু ও মুসলিম ধর্ম নিয়ে উভয়ে রসিকতা শুরু করেন। যা নিয়ে একপর্যায়ে বিতর্ক বাঁধে এবং তা তাৎক্ষণিক মিটে যায় এবং কাজ করে নেন ওই তরুণ।

ওই তরুণ রোববার পুনরায় সেলুনে কাজ করানোর পর মজুরি ১০ টাকা কম দেন। যা নিয়ে আবারও তাঁদের মাঝে বিতর্ক হয় যা অমীমাংসিত থেকে যায়। পরে ওই তরুণ বিষ্ণু চন্দ্র শীলের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে স্থানীয়দের বলাবলি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা এসে নরসুন্দর বিষ্ণু চন্দ্র শীল ও তাঁর বাবাকে এলোপাতাড়ি মারপিট করে মব তৈরি করে।

পরে খবর পেয়ে সদর থানা-পুলিশ মব হামলার শিকার আহত নরসুন্দর বাবা-ছেলেকে পুলিশ হেফাজতে নিয়ে আসে এবং রাতে মামলা নিয়ে তাঁদের গ্রেপ্তার দেখায়।

আজ বুধবার ঘটনাস্থল পরিদর্শন শেষে রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শরিফ উদ্দিন বলেন, সামাজিক দায়বদ্ধ থেকে তৌহিদি মুসলিম জনতাসহ সর্বস্তরের মানুষ তাঁদের পরিবারকে নিরাপত্তা দেওয়ার কথা বলেছে। পরিবারের সদস্যদের প্রতি কারও কোনো অভিযোগ নেই। তাই তাঁদের নিরাপত্তাহীনতারও কিছু নেই।

৫টি সাজাসহ ২৩টি ওয়ারেন্টে সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

কর্মবিরতিতে কার্যক্রম বন্ধ: মাসব্যাপী টিকাবঞ্চিত শিশুরা

লালমনিরহাটের ৩ আসন: জাপার দুর্গে বিভক্ত বিএনপি

অনুপ্রবেশকারী বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি

সীমান্তে বাঘ আতঙ্ক, বিজিবির সতর্কতা জারি

২২ ইঞ্জিনের ১৬টিই মেয়াদোত্তীর্ণ, ঝুঁকি

লালমনিরহাটের পাটগ্রাম: কাটার অনুমতি না পেয়ে গাছ রেখেই সড়ক প্রশস্ত

সার না পেয়ে কৃষকদের ফের মহাসড়ক অবরোধ

লালমনিরহাটের পাটগ্রাম: জব্দ করা সার বিক্রিতে ফের অনিয়ম, ক্ষোভ