হোম > সারা দেশ > লালমনিরহাট

৪৮ ঘণ্টার কর্মসূচির আগে তিস্তায় উজানের ঢল

লালমনিরহাট প্রতিনিধি 

ফাইল ছবি

‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে তিস্তার পানিবণ্টন চুক্তি বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘণ্টা কর্মসূচির ডাক দিয়েছেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের নেতারা। তবে এই কর্মসূচির দুদিন আগে তিস্তার ধু-ধু বালুচরে দেখা গেছে উজানের ঢল।

আজ শনিবার রাত ৯টার দিকে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার নদীতে পানি বাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কিছু পানি বেড়েছে, এই বৃদ্ধিতে কোনো ক্ষতি হবে না। তা ছাড়া পানি নিয়ন্ত্রণ করতে জলকপাট বন্ধ রয়েছে।

দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকায় দেখা যায়, উজান থেকে আসা পানিতে বন্ধ জলকপাটগুলো উপচে পড়ছে। এর মধ্যে ১ নস্বর জলকপাটটি খুলেও রাখা হয়েছে। অথচ সকালের দিকে ব্যারাজের খানিকটা দূরে মূল নদী ছিল ধু-ধু বালুচর। সেখানে বিকেল থেকে বইছে পানি।

এতে নদীকে অনেকটা টইটম্বুর মনে হচ্ছে। আকস্মিকভাবে পানি আসার খবরে অনেকেই ভিড় করেছেন নদীপাড়ে। ব্যারাজের পূর্ব দিকে শুকনো নদীতে যেখানে নদী রক্ষা আন্দোলনের মঞ্চ তৈরি করা হচ্ছে, সেখানেও পানি ছুঁই ছুঁই করছে।

তিস্তা তীরবর্তী মানুষেরা জানান, বিগত দিন থেকেই পাশের দেশ ভারত এ ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এতে করে অনেক ফসলে জমি নষ্ট হয়ে যায়। মহাপরিকল্পনা বাস্তবায়নে যখন বাংলাদেশের ক্ষতিগ্রস্ত কৃষকেরা আন্দোলন করছেন, ঠিক তখনই ভারত সরকার তিস্তায় পানি ছেড়ে দিয়েছে।

রমজান আলী নামের এক ব্যক্তি বলেন, রংপুর অঞ্চলে এই সমাবেশে দলমত-নির্বিশেষে সবাই অংশগ্রহণ করতে যাচ্ছেন। এতে সম্ভবত ভারতের মাথা নষ্ট হয়ে গেছে। আমরা এই সমাবেশ সফল করে মহাপরিকল্পনা বাস্তবায়ন করব ইনশা আল্লাহ।’

উল্লেখ্য, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় তিস্তা তীরবর্তী ১১টি স্থানে লাখো মানুষ ৪৮ ঘণ্টা লাগাতার অবস্থান করবেন। এ সময় তাঁরা তিস্তার অবস্থা বিশ্ববাসীকে জানাতে রাতে মশাল জ্বালাবেন।

কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত থাকার কথা রয়েছে। এ ছাড়া দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত থাকবেন বলে জানিয়েছেন দলের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

অনুপ্রবেশকারী বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি

সীমান্তে বাঘ আতঙ্ক, বিজিবির সতর্কতা জারি

২২ ইঞ্জিনের ১৬টিই মেয়াদোত্তীর্ণ, ঝুঁকি

লালমনিরহাটের পাটগ্রাম: কাটার অনুমতি না পেয়ে গাছ রেখেই সড়ক প্রশস্ত

সার না পেয়ে কৃষকদের ফের মহাসড়ক অবরোধ

লালমনিরহাটের পাটগ্রাম: জব্দ করা সার বিক্রিতে ফের অনিয়ম, ক্ষোভ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

অর্থাভাবে নিভে যাচ্ছে শিশু সাব্বিরের চোখের আলো

সার সংকটে ক্ষুব্ধ কৃষকদের মহাসড়ক অবরোধ