হোম > সারা দেশ > লালমনিরহাট

হাতীবান্ধায় কাঁচামালের আড়তে চুরি, গ্রেপ্তার ৩ 

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় কাঁচামালের আড়ত থেকে প্রায় ২ লাখ ৩১ হাজার টাকা চুরির অভিযোগে লুৎফর রহমান লাদেনসহ (৫০) তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বুধবার সারা দিন অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ গড্ডিমারী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি লোহার শাবল, কাঁচি, মার্তুল ও একটি মোবাইল উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামের মৃত মনছুর উদ্দিনের ছেলে লুৎফর রহমান লাদেন (৫০), মোস্তফার ছেলে হৃদয় (২৫) ও সিংগীমারী এলাকার মৃত কবির উদ্দিনের ছেলে হাতেম আলী (৫০)। 

জানা গেছে, উপজেলার মুক্তিযোদ্ধা বাজারের শাহিন বাণিজ্যালয় নামক কাঁচামাল আড়তের মালিক জাহেদুল ইসলাম প্রতিদিনের ন্যায় গত মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে দোকানের ব্যবসায়িক হিসাব শেষ করে ক্যাশ টেবিলের ড্রয়ারে ২ লাখ ৩১ হাজার টাকা রেখে বাড়িতে যান। পরদিন সকালে আড়তের কর্মচারী শামীম আড়ত খুলে দেখতে পান যে ভেতরের টিনের বেড়া কাটা এবং ক্যাশ টেবিলের ড্রয়ার বের করা। এ সময় তিনি আড়তের মালিক জাহেদুলকে খবর দেন। তিনি এসে দেখেন ক্যাশ টেবিলের ড্রয়ারে রাখা ২ লাখ ৩১ হাজার টাকা নেই। পরে বিষয়টি থানায় অবগত করেন তিনি। 

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, কাঁচামালের আড়তে চুরির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের আজ বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।  

লালমনিরহাট-২ আসন: জনতা দলের শামীমের ২ কোটি টাকার বেশি ঋণ, পরিবারে সোনা ৫৫ ভরি

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

৫টি সাজাসহ ২৩টি ওয়ারেন্টে সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

কর্মবিরতিতে কার্যক্রম বন্ধ: মাসব্যাপী টিকাবঞ্চিত শিশুরা

লালমনিরহাটের ৩ আসন: জাপার দুর্গে বিভক্ত বিএনপি

অনুপ্রবেশকারী বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি

সীমান্তে বাঘ আতঙ্ক, বিজিবির সতর্কতা জারি

২২ ইঞ্জিনের ১৬টিই মেয়াদোত্তীর্ণ, ঝুঁকি

লালমনিরহাটের পাটগ্রাম: কাটার অনুমতি না পেয়ে গাছ রেখেই সড়ক প্রশস্ত