লালমনিরহাটে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে শিশুসহ ১২ বাংলাদেশি নাগরিক আটক করেছে বিজিবি। ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর সীমান্ত দিয়ে তাঁদের আটক করা হয়।
বিজিবি জানায়, বুধবার (৭ জুলাই) বিকেলে কাশিপুর বিওপি ক্যাম্পের টহলরত সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সীমান্তের ৯৪২ এর ৪ সাব পিলারের পাশ দিয়ে কিছু মানুষ অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। পরে কাশিপুর সীমান্তের ওই পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে ৬ জন পুরুষ ও ৬ জন মহিলাসহ ১২ জন বাংলাদেশিকে আটক করে বিজিবি।
পরে তাঁদের জিজ্ঞাসা করা হলে আটককৃতরা জানান, তাঁরা ৮ বছর আগে ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিল ইটভাটায় কাজ করতে।
আটককৃতদের মধ্যে ৫ জন শিশু হওয়ায় তাদের স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে পরিবারের নিকট হস্তান্তর ও বাকি ৭ জনের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে মামলা করে ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। এই ৭ জনের কাছ থেকে ৬ হাজার ৯৪৫ রুপি উদ্ধার করা হয়েছে।
কাশিপুর বিওপির ক্যাম্প কমান্ডার সুবেদার সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি থানায় হস্তান্তর করা হয়েছে।