হোম > সারা দেশ > লালমনিরহাট

অবৈধ অনুপ্রবেশের দায়ে নারী ও শিশুসহ ১২ বাংলাদেশি আটক

প্রতিনিধি, লালমনিরহাট

লালমনিরহাটে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে শিশুসহ ১২ বাংলাদেশি নাগরিক আটক করেছে বিজিবি। ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর সীমান্ত দিয়ে তাঁদের আটক করা হয়। 

বিজিবি জানায়, বুধবার (৭ জুলাই) বিকেলে কাশিপুর বিওপি ক্যাম্পের টহলরত সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সীমান্তের ৯৪২ এর ৪ সাব পিলারের পাশ দিয়ে কিছু মানুষ অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। পরে কাশিপুর সীমান্তের ওই পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে ৬ জন পুরুষ ও ৬ জন মহিলাসহ ১২ জন বাংলাদেশিকে আটক করে বিজিবি। 

পরে তাঁদের জিজ্ঞাসা করা হলে আটককৃতরা জানান, তাঁরা ৮ বছর আগে ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিল ইটভাটায় কাজ করতে। 

আটককৃতদের মধ্যে ৫ জন শিশু হওয়ায় তাদের স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে পরিবারের নিকট হস্তান্তর ও বাকি ৭ জনের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে মামলা করে ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। এই ৭ জনের কাছ থেকে ৬ হাজার ৯৪৫ রুপি উদ্ধার করা হয়েছে।

কাশিপুর বিওপির ক্যাম্প কমান্ডার সুবেদার সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি থানায় হস্তান্তর করা হয়েছে। 

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

লালমনিরহাট-২ আসন: জনতা দলের শামীমের ২ কোটি টাকার বেশি ঋণ, পরিবারে সোনা ৫৫ ভরি

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

৫টি সাজাসহ ২৩টি ওয়ারেন্টে সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

কর্মবিরতিতে কার্যক্রম বন্ধ: মাসব্যাপী টিকাবঞ্চিত শিশুরা

লালমনিরহাটের ৩ আসন: জাপার দুর্গে বিভক্ত বিএনপি

অনুপ্রবেশকারী বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি

সীমান্তে বাঘ আতঙ্ক, বিজিবির সতর্কতা জারি

২২ ইঞ্জিনের ১৬টিই মেয়াদোত্তীর্ণ, ঝুঁকি