হোম > সারা দেশ > লালমনিরহাট

কালীগঞ্জে ‘অস্বাভাবিক’ লম্বা যুবকের সন্ধান

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ‘অস্বাভাবিক’ লম্বা এক যুবকের সন্ধান মিলেছে। নূর আলম নামের ওই যুবকের উচ্চতা ছয় ফিট ৫ ইঞ্চি। তিনি উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের কাঞ্চনেশ্বর (দুল্লারবাজার) গ্রামের নওশের আলীর ছেলে। দুই ভাই দুই বোনের মধ্যে নূর আলম তৃতীয়।

পেশায় নরসুন্দর বিশালদেহী নূর আলমের জন্ম ১০ এপ্রিল ১৯৯৯ সালে। লম্বা হওয়ায় ওঠা-বসা চলাফেরা করতে মারাত্মক সমস্যা হয়। বিশেষ করে যানবাহনে চলাচল করতে কঠিন সমস্যায় পড়তে হয়। মাথা নিচুকরে কোনো রকমে লোকাল বাসগুলো উঠতে পারলেও সিটে বসা যায় না। এ ছাড়া তাঁর এই উচ্চতার কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় কর্ম ক্ষেত্রে। স্বচ্ছন্দে কাজ করতে না পারায় কাজ ছাড়তে হয়েছে একাধিকবার।

নূর আলমের মা নুরজাহান বেগম বলেন, ‘তাঁর বাবাও নূর আলমের মতোই লম্বা ছিল। লম্বা হওয়ার কারণে সবাই তাঁকে ন্যাবরা বলে ডাকে। নূর আলম নামে কেউ তাঁকে চিনে না।’

নূর আলমের স্ত্রী তহমিনা বেগম বলেন, ‘তাঁর উচ্চতা নিয়ে আমার কোনো সমস্যা নেই। তবে তাঁর সঙ্গে কোথাও বেড়াতে গেলে সবাই তাঁর দিকে চেয়ে থাকে।’

নূর আলম বলেন, ‘নিয়মিত কাজ করে সংসার চালাই। তবে দেহের এই উচ্চতার কারণে অনেক কাজই করতে সমস্যা হয়। আর কাজ করতে না পারলে সংসার চালানো দায় হয়ে যায়।’

সীমান্তে বাঘ আতঙ্ক, বিজিবির সতর্কতা জারি

২২ ইঞ্জিনের ১৬টিই মেয়াদোত্তীর্ণ, ঝুঁকি

লালমনিরহাটের পাটগ্রাম: কাটার অনুমতি না পেয়ে গাছ রেখেই সড়ক প্রশস্ত

সার না পেয়ে কৃষকদের ফের মহাসড়ক অবরোধ

লালমনিরহাটের পাটগ্রাম: জব্দ করা সার বিক্রিতে ফের অনিয়ম, ক্ষোভ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

অর্থাভাবে নিভে যাচ্ছে শিশু সাব্বিরের চোখের আলো

সার সংকটে ক্ষুব্ধ কৃষকদের মহাসড়ক অবরোধ

ফসলি জমি থেকে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার

হাতীবান্ধায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু