হোম > সারা দেশ > লালমনিরহাট

ট্রেন চালু না হওয়ায় পাটগ্রামে রেলপথ অবরোধ

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

আন্তনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালু না হওয়ায় পাটগ্রামে রেলপথ অবরোধ। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটের বুড়িমারী রেলস্টেশন থেকে সরাসরি আন্তনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালু না হওয়ায় পাটগ্রামে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হয়।

আজ বৃহস্পতিবার বেলা ৩টা থেকে দেড় ঘণ্টাব্যাপী ট্রেন বাস্তবায়ন আন্দোলন পরিষদের ব্যানারে স্থানীয় রাজনৈতিক নেতাসহ এলাকাবাসী অবরোধ কর্মসূচি পালন করেন।

এ সময় বগুড়া সান্তাহার থেকে ছেড়ে আসা আন্তনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনটি উপজেলার বাউরা রেলস্টেশনে রেলওয়ে কর্তৃপক্ষ প্রায় এক ঘণ্টা বিরতিতে রাখে।

জানা গেছে, লালমনিরহাট-বুড়িমারী রেল রুটে কয়েক দফা রেলপথ অবরোধ ও ট্রেন আটকে আন্তনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী রেলস্টেশন থেকে সরাসরি চালু করার দাবি জানান স্থানীয়রা। এ আন্দোলনের কারণে রেলওয়ে কর্তৃপক্ষ প্রথমে গত ১৫ ফেব্রুয়ারি ও পরে আবারও ১০ মার্চ বুড়িমারী থেকে চালু করার কথা নিশ্চিত করেন। সে অনুযায়ী বুড়িমারী রেলস্টেশনের কাছে অবকাঠামো তৈরি করা হয়। পরবর্তীকালে রহস্যজনক কারণে বুড়িমারী থেকে এ আন্তনগর ট্রেনটি চালু না করায় অবরোধ করেন স্থানীয়রা।

অবরোধ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ্ প্রধান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল।

অন্যদের মধ্যে বক্তব্য দেন পৌর জামায়াতের আমির সোহেল রানা, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রহিম, সাবেক পাটগ্রাম পৌর বিএনপির সহসভাপতি এ টি জে সিদ্দিকী কাকন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সপিকার রহমান ও সরাসরি বুড়িমারী টু ঢাকা আন্তনগর ট্রেন বাস্তবায়ন আন্দোলন পরিষদের সমন্বয়ক এবং প্রেসক্লাব পাটগ্রামের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।

অবরোধ চলাকালীন লালমনিরহাট রেলওয়ে বিভাগের সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) ফারুকুল ইসলাম মানিক আগামী ১৫ এপ্রিল সরাসরি বুড়িমারী রেলস্টেশন থেকে আন্তনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি চালু করার নিশ্চয়তা দিলে অবরোধ তুলে নেন স্থানীয়রা।

পাটগ্রাম রেলস্টেশনের মাস্টার নুর আলম বলেন, আন্তনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন সরাসরি বুড়িমারী থেকে চালু করার সময় দিয়ে চালু না হওয়ায় পাটগ্রাম রেলপথ অবরোধ করা হয়। পরবর্তীকালে রেল কর্তৃপক্ষ আগামী ১৫ এপ্রিল চালু করার কথা দিলে অবরোধ তুলে নেয় স্থানীয় লোকজন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

অর্থাভাবে নিভে যাচ্ছে শিশু সাব্বিরের চোখের আলো

সার সংকটে ক্ষুব্ধ কৃষকদের মহাসড়ক অবরোধ

ফসলি জমি থেকে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার

হাতীবান্ধায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

সীমান্তে ছররা গুলি ছুড়েছে বিএসএফ, পতাকা বৈঠকে অসম্মতি

বুড়িমারী স্থলবন্দর: ভারতীয় ট্রাক থেকে ওষুধ ও সিসা জব্দ, চালক আটক

সীমান্তে সাউন্ড গ্রেনেড ছুড়ল বিএসএফ

মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা, তিস্তার তীরে দর্শনার্থীর ভিড়

ধর্ষণচেষ্টার মামলায় কারাগারে থাকা বিএনপি নেতাকে অব্যাহতি