হোম > সারা দেশ > লালমনিরহাট

কালীপূজা উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরে আমদানি–রপ্তানি কার্যক্রম ২ দিন বন্ধ 

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ও শুল্ক স্টেশন হিন্দু ধর্মাবলম্বীদের কালীপূজা উপলক্ষে দুদিন বন্ধ থাকবে। আজ শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন স্থলবন্দর ও শুল্ক স্টেশন (কাস্টমস) কর্তৃপক্ষ। তবে স্থলবন্দরের পুলিশ অভিবাসন চৌকি (ইমিগ্রেশন) দিয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।

এর আগে ভারতের কোচবিহার রাজ্যের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের ব্যবসায়ীসহ তিন সংগঠন চিঠির মাধ্যমে স্থলবন্দরের দুদিন বন্ধ রাখার সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছিল। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামীকাল রোববার ও পরদিন সোমবার চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারকেরা সব প্রকার ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখবেন। এতে বুড়িমারী স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। 

বুড়িমারী স্থলবন্দরের পুলিশ অভিবাস চৌকির (পুলিশ ইমিগ্রেশন) কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মুর হাসান কবির বলেন, ‘কালীপূজায় স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে জেনেছি। তবে উভয় দেশের পুলিশ ইমিগ্রেশন খোলা থাকবে ও পাসপোর্ট এবং ভিসাধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে। ‘

বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) গিয়াস উদ্দিন বলেন, ‘কালীপূজায় উভয় স্থলবন্দরের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানিসহ অন্যান্য কার্যক্রম বন্ধ রাখার ব্যাপারে চিঠি দিয়ে জানিয়েছে। ব্যবসায়ীরা কাজকর্ম বন্ধ রাখলে এমনিতেই অচল হয় স্থলবন্দর।’

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

অর্থাভাবে নিভে যাচ্ছে শিশু সাব্বিরের চোখের আলো

সার সংকটে ক্ষুব্ধ কৃষকদের মহাসড়ক অবরোধ

ফসলি জমি থেকে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার

হাতীবান্ধায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

সীমান্তে ছররা গুলি ছুড়েছে বিএসএফ, পতাকা বৈঠকে অসম্মতি

বুড়িমারী স্থলবন্দর: ভারতীয় ট্রাক থেকে ওষুধ ও সিসা জব্দ, চালক আটক

সীমান্তে সাউন্ড গ্রেনেড ছুড়ল বিএসএফ

মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা, তিস্তার তীরে দর্শনার্থীর ভিড়

ধর্ষণচেষ্টার মামলায় কারাগারে থাকা বিএনপি নেতাকে অব্যাহতি