হোম > সারা দেশ > লালমনিরহাট

ধান কাটতে নিখোঁজের তিন দিন পর যুবকের মরদেহ উদ্ধার

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় ধান কাটতে গিয়ে নিখোঁজ নূর আলমের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার পূর্ব ফকির পাড়া গ্রামের ২ নম্বর ওয়ার্ডের ভারতীয় সীমান্তবর্তী খুঁটামারা নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত বুধবার ওই এলাকায় ধান কাটতে গিয়ে নিখোঁজ হন নূর আলম।

নূর আলম (৩০) উপজেলার পূর্ব ফকির পাড়া গ্রামের ২ নম্বর ওয়ার্ডের নিজাম উদ্দিনের ছেলে। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার ভারতের শীতলকুচি থানার খোঁচাবাড়ি সীমান্তবর্তী বাংলাদেশ অংশে খুঁটামারা নদীতে পানিতে তলিয়ে যাওয়া ধান কাটতে যায় দুই ভাই নুর আলম (৩০) ও নুরুজ্জামান (৩৫)। এ সময় ছোট ভাই নুর আলম পানিতে নিখোঁজ হয়। পরিবারের লোকজন তিন দিন ধরে খুঁজেও পায় না। পরে শুক্রবার সকালে খুঁটামারা নদীতে তাঁর মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনা স্থলে এসে মরদেহ উদ্ধার করেন। 

নিহতের বাবা নিজাম উদ্দিন বলেন, ‘দুই ছেলে ধান কাটতে গিয়ে এক ছেলে নিখোঁজ হয়। তিন দিন পর ছোট ছেলের লাশ পাই। আমার কোনো অভিযোগ নাই। আমার ছেলে দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিল।’ 

এ বিষয়ে ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খোকন বলেন, ‘ওই ছেলে দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিল। ধান কাটতে গিয়ে নদীর পানিতে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।’ 

২২ ইঞ্জিনের ১৬টিই মেয়াদোত্তীর্ণ, ঝুঁকি

লালমনিরহাটের পাটগ্রাম: কাটার অনুমতি না পেয়ে গাছ রেখেই সড়ক প্রশস্ত

সার না পেয়ে কৃষকদের ফের মহাসড়ক অবরোধ

লালমনিরহাটের পাটগ্রাম: জব্দ করা সার বিক্রিতে ফের অনিয়ম, ক্ষোভ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

অর্থাভাবে নিভে যাচ্ছে শিশু সাব্বিরের চোখের আলো

সার সংকটে ক্ষুব্ধ কৃষকদের মহাসড়ক অবরোধ

ফসলি জমি থেকে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার

হাতীবান্ধায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

সীমান্তে ছররা গুলি ছুড়েছে বিএসএফ, পতাকা বৈঠকে অসম্মতি