হোম > সারা দেশ > লালমনিরহাট

হাতীবান্ধা উপজেলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় চাকরির প্রলোভন দেখিয়ে আব্দুস সালাম সরকার নামের এক যুবকের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরুর বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী আব্দুস সালাম বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্ত আনোয়ার হোসেন মিরু হাতীবান্ধা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। ভুক্তভোগী আব্দুস সালাম সরকার উপজেলার উত্তর জাওরানী এলাকার নুরুল হক সরকারের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে আব্দুস সালামকে প্রতিবন্ধী স্কুলে প্রশিক্ষক হিসেবে চাকরি দেওয়ার কথা বলে ২ লাখ টাকা নেন ভাইস চেয়ারম্যান মিরু। তবে এখন পর্যন্ত তাঁকে চাকরি দিতে পারেননি মিরু। চাকরি বাবদ দেওয়া টাকা ফেরত চাইলে বিভিন্ন সময়ে তারিখ দিয়ে নানা অজুহাত দিয়ে আসছেন। এ জন্য ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেছেন। 

আব্দুস সালাম বলেন, ‘ভাইস চেয়ারম্যান মিরু শুধু আমার টাকা নয়, চাকরি দেওয়ার কথা বলে অনেকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আত্মসাৎ করেছেন। মিরু একজন প্রতারক, ধোঁকাবাজ, বাটপার। তাই থানায় বাধ্য হয়ে লিখিত অভিযোগ করেছি। আমি এর সঠিক বিচার চাই।’ 

এ বিষয়ে অভিযুক্ত হাতীবান্ধা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিরু বলেন, ‘আমি সালাম নামে কাউকে চিনি না। যে অভিযোগ দিয়েছে তা মিথ্যা, বানোয়াট।’

এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

লালমনিরহাট-২ আসন: জনতা দলের শামীমের ২ কোটি টাকার বেশি ঋণ, পরিবারে সোনা ৫৫ ভরি

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

৫টি সাজাসহ ২৩টি ওয়ারেন্টে সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

কর্মবিরতিতে কার্যক্রম বন্ধ: মাসব্যাপী টিকাবঞ্চিত শিশুরা

লালমনিরহাটের ৩ আসন: জাপার দুর্গে বিভক্ত বিএনপি

অনুপ্রবেশকারী বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি

সীমান্তে বাঘ আতঙ্ক, বিজিবির সতর্কতা জারি

২২ ইঞ্জিনের ১৬টিই মেয়াদোত্তীর্ণ, ঝুঁকি

লালমনিরহাটের পাটগ্রাম: কাটার অনুমতি না পেয়ে গাছ রেখেই সড়ক প্রশস্ত