হোম > সারা দেশ > লালমনিরহাট

মুখ থেকে গলা পর্যন্ত মাটি ঢুকিয়ে স্কুলছাত্রীকে হত্যা, যুবক গ্রেপ্তার

লালমনিরহাট প্রতিনিধি 

লালমনিরহাটের কালীগঞ্জে হত্যার অভিযোগে গ্রেপ্তার বেলাল হোসেন। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের কালীগঞ্জে ভুট্টাখেত থেকে জান্নাতি বেগম (১২) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, কিশোরীটিকে মুখ থেকে গলা পর্যন্ত মাটি ঢুকিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে।

গতকাল বুধবার রাতে উপজেলার ভোটমারী ইউনিয়নের চর ভোটমারী গ্রামে এ ঘটনা ঘটে।

জান্নাতি বেগম চর ভোটমারী গ্রামের ফজলুল হকের মেয়ে। সে স্থানীয় ভোটমারী এসসি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। গ্রেপ্তার যুবকের নাম বেলাল হোসেন (২০)। তিনি ওই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও জান্নাতির স্বজনেরা জানিয়েছেন, বুধবার সন্ধ্যার দিকে মা জান্নাতির অসুস্থ নানিকে দেখতে যান। এ সময় সে বাড়িতে একা ছিল। সেখান থেকে ফিরে মেয়েকে বাড়িতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। তাদের বাড়ির চারদিকে ভুট্টাখেত। খোঁজাখুঁজির একপর্যায়ে বেলালসহ চার-পাঁচজনকে ওই ভুট্টাখেত থেকে বেরিয়ে পালিয়ে যেতে দেখে জান্নাতির মায়ের সন্দেহ হয়। পরে ভুট্টাখেতে মেয়ের লাশ পড়ে থাকতে দেখে তিনি থানায় খবর দেন।

কালীগঞ্জ থানার পুলিশ জান্নাতির লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় বেলালের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা চার-পাঁচজনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় হত্যা মামলা করেন মেয়েটির বাবা ফজলুল হক। পুলিশ রাতেই অভিযুক্ত যুবক বেলাল হোসেনকে গ্রেপ্তার করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক আজকের পত্রিকাকে বলেন, ‘জান্নাতির মুখ থেকে গলা পর্যন্ত মাটি ঢুকিয়ে শ্বাসরোধে হত্যা করেছে ঘাতকেরা। প্রাথমিকভাবে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। তবে নিহতের ভাইয়ের সঙ্গে গ্রেপ্তার যুবকের ভাইয়ের দ্বন্দ্ব রয়েছে বলে তথ্য পেয়েছি। তাদের দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।’

সার সংকটে ক্ষুব্ধ কৃষকদের মহাসড়ক অবরোধ

ফসলি জমি থেকে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার

হাতীবান্ধায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

সীমান্তে ছররা গুলি ছুড়েছে বিএসএফ, পতাকা বৈঠকে অসম্মতি

বুড়িমারী স্থলবন্দর: ভারতীয় ট্রাক থেকে ওষুধ ও সিসা জব্দ, চালক আটক

সীমান্তে সাউন্ড গ্রেনেড ছুড়ল বিএসএফ

মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা, তিস্তার তীরে দর্শনার্থীর ভিড়

ধর্ষণচেষ্টার মামলায় কারাগারে থাকা বিএনপি নেতাকে অব্যাহতি

অভ্যন্তরীণ কোন্দল, প্রতিদ্বন্দ্বী দুই ভাইকে সতর্ক করল বিএনপি

মাদকভর্তি বিছানায় ঘুমাতেন তিনি