হোম > সারা দেশ > লালমনিরহাট

পাটগ্রামে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রামে রশিদুল ইসলাম (৪৫) নামে এক কৃষক বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই ইউনিয়নের পানবাড়ি গ্রামের লক্ষনাথেরকামাত এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত কৃষক রশিদুল ইসলাম ওই এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মনসুর আলীর ছেলে। 

পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে গ্রামের বাড়ির একটি ঘরে সিলিং ফ্যানে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আহত হন রশিদুল ইসলাম। পরে তাঁকে আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

নিহতের বড় ভাই ওলিয়ার রহমান বলেন, ঘরে সিলিং ফ্যানে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আহত হয়ে পরে মারা যায় ছোট ভাই রশিদুল ইসলাম। 

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, ‘এক কৃষক বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। মৃত ব্যক্তির পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। রাতই লাশ দাফন করবে বলে জেনেছি।’

২২ ইঞ্জিনের ১৬টিই মেয়াদোত্তীর্ণ, ঝুঁকি

লালমনিরহাটের পাটগ্রাম: কাটার অনুমতি না পেয়ে গাছ রেখেই সড়ক প্রশস্ত

সার না পেয়ে কৃষকদের ফের মহাসড়ক অবরোধ

লালমনিরহাটের পাটগ্রাম: জব্দ করা সার বিক্রিতে ফের অনিয়ম, ক্ষোভ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

অর্থাভাবে নিভে যাচ্ছে শিশু সাব্বিরের চোখের আলো

সার সংকটে ক্ষুব্ধ কৃষকদের মহাসড়ক অবরোধ

ফসলি জমি থেকে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার

হাতীবান্ধায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

সীমান্তে ছররা গুলি ছুড়েছে বিএসএফ, পতাকা বৈঠকে অসম্মতি