লালমনিরহাটের পাটগ্রামে নিখোঁজের দুদিন পর পুকুর থেকে জমর উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের শমসেরপুর গ্রামে এই ঘটনা ঘটে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক। তিনি বলেন, ‘এ বিষয়ে থানায় আজ সন্ধ্যায় জমরের বড় ছেলে অপমৃত্যুর মামলা করেছেন। নিহতের লাশ লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর আগামীকাল শুক্রবার সকালে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’
জমর উদ্দিন কুচলিবাড়ি ইউনিয়নের শমসেরপুর গ্রামের দীঘলটারী এলাকার মৃত কসর উদ্দিনের ছেলে।
পরিবারের লোকজন জানান, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ হন জমর। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িতে ও বিভিন্ন এলাকায় মাইকে প্রচার চালিয়েও তাঁর সন্ধান পাননি।
বৃদ্ধের বড় ছেলে আজিজুল ইসলাম বলেন, ‘বাবা অনেক দিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। আগেও দুই-তিনবার বাড়ি থেকে নিখোঁজ হন। পরে খুঁজে তাঁকে পেয়েছিলাম। গত মঙ্গলবার নিখোঁজ হওয়ার পর অনেক খুঁজেও তাঁকে পাইনি। দুদিন পর তাঁর লাশ এলাকার একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।’