হাতীবান্ধা (লালমনিরহাট): লালমনিরহাটের হাতীবান্ধায় বালুভর্তি ট্রলির চাপায় মাহিম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর ট্রলিটি জব্দ করেছে স্থানীয়রা। আজ সোমবার সকালে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের মিলন বাজার-গড্ডিমারী হাটখোলা বাইপাস সড়কে এ ঘটনাটি ঘটে। নিহত শিশু মাহিম উপজেলার ওই ইউনিয়নের মধ্য গড্ডিমারী এলাকার হাফিজুলের ছেলে।
গড্ডিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল বলেন, সকালে উপজেলার ওই এলাকায় মিলন বাজার-গড্ডিমারী হাটখোলা বাইপাস সড়কে একটি বালুভর্তি ট্রলি যাচ্ছিল। এসময় ছোট মাহিমকে নিয়ে বড় ভাই ফাহিম বাইসাইকেলে বসিয়ে ট্রলির পেছনে পেছনে যাচ্ছিল। পথিমধ্যে একটি উঁচু ব্রিজের উপর উঠতে গিয়ে ট্রলিটি আবার পেছনের আসতে থাকে। এতে দুই ভাই পড়ে যায় এবং মাহিম চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
চেয়ারম্যান আরও বলেন, এ ঘটনায় ট্রলিটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।
হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম এতথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।