হোম > সারা দেশ > লালমনিরহাট

স্বাধীনতার ম্যুরাল ঢেকে দিল জেলা প্রশাসন, অন্যত্র শ্রদ্ধা টিআইবি-সনাকের

লালমনিরহাট প্রতিনিধি 

লালমনিরহাটে স্বাধীনতা দিবসে কাপড় দিয়ে ঢেকে দেওয়া মুক্তিযুদ্ধের ম্যুরাল। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটে গতকাল বুধবার মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের স্মৃতিমঞ্চে স্থাপিত ম্যুরাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের স্মৃতিমঞ্চটি লালমনিরহাট শহরের কলেজ রোডে বিজিবি ক্যাম্পের সামনে অবস্থিত।

ম্যুরাল ঢেকে রাখার প্রতিবাদ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক)। তারা সেখানে শ্রদ্ধা না জানিয়ে রেলওয়ে শহীদ স্মৃতিসৌধে ফুল দেয়।

লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার সাংবাদিকদের জানান, জুলাই আন্দোলনকারীদের আপত্তির কারণে ও জুলাই অভ্যুত্থানের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় ম্যুরালটি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।

মুক্তিযুদ্ধের স্মৃতিমঞ্চে রয়েছে বায়ান্নর ভাষা আন্দোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ, মুজিবনগর সরকার গঠন, চরমপত্র পাঠ, উদিত সূর্য, ৭১-এর গণহত্যা, মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক এম এ জি ওসমানী, বিজয়ে উল্লাসে মুক্তিযোদ্ধারা, পতাকা হাতে বিজয়ে উচ্ছ্বসিত জনতা, ৭ বীরশ্রেষ্ঠ ও পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের স্মৃতিচিহ্ন।

টিআইবি এরিয়া কো-অর্ডিনেটর মোরশেদ আলম বলেন, ‘মহান স্বাধীনতা দিবসে ২৬ মার্চ সকালে আমরা মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে যাই শ্রদ্ধা জানানোর জন্য। এ সময় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধের পাশে মুক্তিযুদ্ধের স্মৃতিমঞ্চটি কাপড়ে ঢেকে রাখার দৃশ্য আমাদের নজরে আসে। এতে আমরা স্তম্ভিত হয়ে পড়ি। আমরা এ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ না করে স্টেশন রোডে রেলওয়ে শহীদ স্মৃতিসৌধে চলে আসি এবং শ্রদ্ধা জানাই।’

টিআইবি প্রতিবাদপত্রে জানায়, ২৬ মার্চ মুক্তিযুদ্ধের স্মৃতিমঞ্চের দেয়ালে কাপড় দিয়ে ঢেকে রাখে জেলা প্রশাসন। এর আগে গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসেও একই রকম ঘটনা ঘটায় জেলা প্রশাসন। দ্বিতীয়বারের মতো এ ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে টিআইবি ও সনাক।

লালমনিরহাট জেলা সম্মিলিত সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক সুফী মোহাম্মদ বলেন, ‘মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও অবদানে আমরা এ দেশ পেয়েছি। সারা বছর মুক্তিযুদ্ধের স্মৃতিমঞ্চের ম্যুরালগুলো উম্মুক্ত রাখা হয়। কিন্তু বিশেষ বিশেষ দিনে এগুলো ঢেকে রাখা হচ্ছে। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ করছি।’

সনাকের লালমনিরহাট জেলা ইউনিটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আজিজুল ইসলাম বীরপ্রতীক বলেন, ‘ওই ম্যুরালে বায়ান্ন থেকে ৭১ পর্যন্ত ধারাবাহিক ঘটনাবলির সংক্ষিপ্ত স্মৃতিচিহ্ন রয়েছে। কাপড় দিয়ে তা ঢেকে রাখার ঘটনা আমাকে খুবই ব্যথিত করেছে। এটি মেনে নেওয়া যায় না। আমাদের ইতিহাস ও স্মৃতিচিহ্ন ঢেকে দেওয়ার অর্থ হচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করা।’

৫টি সাজাসহ ২৩টি ওয়ারেন্টে সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

কর্মবিরতিতে কার্যক্রম বন্ধ: মাসব্যাপী টিকাবঞ্চিত শিশুরা

লালমনিরহাটের ৩ আসন: জাপার দুর্গে বিভক্ত বিএনপি

অনুপ্রবেশকারী বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি

সীমান্তে বাঘ আতঙ্ক, বিজিবির সতর্কতা জারি

২২ ইঞ্জিনের ১৬টিই মেয়াদোত্তীর্ণ, ঝুঁকি

লালমনিরহাটের পাটগ্রাম: কাটার অনুমতি না পেয়ে গাছ রেখেই সড়ক প্রশস্ত

সার না পেয়ে কৃষকদের ফের মহাসড়ক অবরোধ

লালমনিরহাটের পাটগ্রাম: জব্দ করা সার বিক্রিতে ফের অনিয়ম, ক্ষোভ