হোম > সারা দেশ > লালমনিরহাট

মোবাইলে প্রেম, অতঃপর ভুট্টাখেত থেকে ধর্ষণের শিকার কলেজছাত্রীকে উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি

কলেজছাত্রীর সঙ্গে সোহাগ নামে এক যুবকের মোবাইলে পরিচয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। একপর্যায়ে কলেজছাত্রীকে দলবদ্ধভাবে ধর্ষণ করে ওই প্রেমিক। 

ঘটনাটি ঘটেছে গত শনিবার সন্ধ্যায় লালমনিরহাটের এয়ারপোর্ট এলাকায়। এ ঘটনায় আজ (রোববার) সদর থানায় একটি লিখিত অভিযোগ দেন ভুক্তভোগীর বড় বোন। 

অভিযোগ সূত্রে জানা যায়, সোহাগ নামে এক যুবকের সঙ্গে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক হয়। ওই যুবক নিজেকে বিমানবাহিনীর সদস্য পরিচয় দেন। দুই বছর ধরে তাদের মধ্যে এ সম্পর্ক চলতে থাকে। 

একপর্যায়ে গতকাল শনিবার (১৭ জুন) বিকেলে এয়ারপোর্টে দেখা করতে মোবাইলে কলেজছাত্রীকে ডেকে আনে প্রেমিক সোহাগ। সেখানে তাকে পাশের ভুট্টা খেতে নিয়ে ধর্ষণ করেন সোহাগ। এরই মধ্যে তার দুই বন্ধু সেখানে উপস্থিত হলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সোহাগ সরে দাঁড়ায় এবং তার বন্ধুরা কলেজছাত্রীকে ধর্ষণ করে পালিয়ে যায়। 

রাতে কলেজছাত্রী বাড়ি না ফেরায় স্বজনরা তার মোবাইলে কল করলে সে বাঁচানোর আকুতি জানায়। এ সময় পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি করে। 

পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিলে সদর থানা-পুলিশ গিয়ে গুরুতর আহত অবস্থায় ভুট্টা খেত থেকে কলেজছাত্রীকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। 

এ ঘটনায় ঠিকানাহীন কথিত প্রেমিক সোহাগের মোবাইল নম্বর দিয়ে লালমনিরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর বড় বোন। 

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে কলেজছাত্রীকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলা হয়েছে। আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

লালমনিরহাট-২ আসন: জনতা দলের শামীমের ২ কোটি টাকার বেশি ঋণ, পরিবারে সোনা ৫৫ ভরি

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

৫টি সাজাসহ ২৩টি ওয়ারেন্টে সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

কর্মবিরতিতে কার্যক্রম বন্ধ: মাসব্যাপী টিকাবঞ্চিত শিশুরা

লালমনিরহাটের ৩ আসন: জাপার দুর্গে বিভক্ত বিএনপি

অনুপ্রবেশকারী বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি

সীমান্তে বাঘ আতঙ্ক, বিজিবির সতর্কতা জারি

২২ ইঞ্জিনের ১৬টিই মেয়াদোত্তীর্ণ, ঝুঁকি