হোম > সারা দেশ > লালমনিরহাট

গলায় ছুরি ধরে বিকাশ ব্যবসায়ীর টাকা ছিনতাই, গ্রেপ্তার ৩

লালমনিরহাট প্রতিনিধি 

প্রতীকী ছবি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিকাশ ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের সময় সরকারি কলেজের কর্মচারীসহ তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গতকাল বুধবার মধ্যরাতে উপজেলার সিন্দুর্না ইউনিয়নের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হাতীবান্ধা উপজেলা সদরের সরকারি আলিমুদ্দিন কলেজের অফিস সহায়ক জামদ্দির ছেলে একই প্রতিষ্ঠানের অফিস সহায়ক নাজমুল হোসেন (২৭) ও সিংগিমারী এলাকার আমিনুর রহমানের ছেলে সিদ্দিক (২৫) ও মেহেদী হাসান।

ভুক্তভোগী ব্যবসায়ী নুরুজ্জামান উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাসিন্দা। পেশায় বিকাশ ব্যবসায়ী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দোকান বন্ধ করে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন নুরুজ্জামান। পথে ভুট্টাখেতে ওত পেতে থাকা ছিনতাইকারী চক্রের পাঁচজন তাঁকে ঘিরে ফেলে। এ সময় ছিনতাইকারীরা গলায় ছুরি ধরে জিম্মি করে ব্যাগে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে প্রথমে তিনজন দৌড়ে পালিয়ে যায়। পরে দুজন ব্যবসায়ীকে ছেড়ে দিয়ে পালানোর সময় তাঁর চিৎকারে এলাকাবাসী ছিনতাইকারী দুজনকে আটক করে হাতীবান্ধা থানায় সোপর্দ করে।

এ ঘটনায় ব্যবসায়ী নুরুজ্জামান হাতীবান্ধা থানায় ছিনতাইয়ের মামলা দায়ের করেন। মামলায় অভিযান চালিয়ে মেহেদী হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। তবে ব্যবসায়ীর খোয়া যাওয়া ১ লাখ ৮৫ হাজার টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী নবী বলেন, ‘এলাকাবাসী দুই ছিনতাইকারীকে আটক করে। এ ঘটনার মামলায় অভিযান চালিয়ে আমরা আরও একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তবে ছিনতাইকৃত টাকা উদ্ধার করা সম্ভব হয়নি। চেষ্টা অব্যাহত রয়েছে।’

অনুপ্রবেশকারী বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি

সীমান্তে বাঘ আতঙ্ক, বিজিবির সতর্কতা জারি

২২ ইঞ্জিনের ১৬টিই মেয়াদোত্তীর্ণ, ঝুঁকি

লালমনিরহাটের পাটগ্রাম: কাটার অনুমতি না পেয়ে গাছ রেখেই সড়ক প্রশস্ত

সার না পেয়ে কৃষকদের ফের মহাসড়ক অবরোধ

লালমনিরহাটের পাটগ্রাম: জব্দ করা সার বিক্রিতে ফের অনিয়ম, ক্ষোভ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

অর্থাভাবে নিভে যাচ্ছে শিশু সাব্বিরের চোখের আলো

সার সংকটে ক্ষুব্ধ কৃষকদের মহাসড়ক অবরোধ