হোম > সারা দেশ > লালমনিরহাট

পাতানো নির্বাচনে বিএনপির অংশগ্রহণের প্রশ্নই ওঠে না: রিজভী

লালমনিরহাট প্রতিনিধি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করলে, সরকারের পাতানো নির্বাচনে বিএনপির অংশগ্রহণের প্রশ্নই ওঠে না। আজ সোমবার বিকেলে লালমনিরহাটের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, পদ্মা সেতু প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথা বলেছেন, তাতে তাঁর মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন উঠেছে। 
 
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সুষ্ঠু নির্বাচন দিলে যেই ক্ষমতায় আসুক সেই থাকবে। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী থাকতেই হবে—এমন তো কোনো কথা নয়। 

রিজভী বলেন, দেখবেন হঠাৎ করে কোনো মানুষ যদি অনেক টাকা পেয়ে যায়, তখন তার মাঝে পাগলামি হয়। আওয়ামী লীগের আমলে ১১ লাখ কোটি টাকা পাচার হয়েছে, তাই তাদের মাঝে একটা পাগলামি চেপে বসেছে। তারা আজ উদ্ভট কথা বলছে। 

বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুর হাবিব দুলুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, বিএনপির সহসভাপতি রোকনউদ্দিন আহমেদ বাবুল, সদর বিএনপির আহ্বায়ক একেএম মমিনুল হক প্রমুখ।

সীমান্তে বাঘ আতঙ্ক, বিজিবির সতর্কতা জারি

২২ ইঞ্জিনের ১৬টিই মেয়াদোত্তীর্ণ, ঝুঁকি

লালমনিরহাটের পাটগ্রাম: কাটার অনুমতি না পেয়ে গাছ রেখেই সড়ক প্রশস্ত

সার না পেয়ে কৃষকদের ফের মহাসড়ক অবরোধ

লালমনিরহাটের পাটগ্রাম: জব্দ করা সার বিক্রিতে ফের অনিয়ম, ক্ষোভ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

অর্থাভাবে নিভে যাচ্ছে শিশু সাব্বিরের চোখের আলো

সার সংকটে ক্ষুব্ধ কৃষকদের মহাসড়ক অবরোধ

ফসলি জমি থেকে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার

হাতীবান্ধায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু