হোম > সারা দেশ > লালমনিরহাট

বিয়ে করতে এসে কারাগারে যুবক

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে বিয়ে করতে আসায় বর রতন মিয়াকে (২০) তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার দুপুরে ওই বরকে লালমনিরহাট জেলহাজতে পাঠানো হয়েছে। 

এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবী এলাকায় কনের বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। 

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। দণ্ডপ্রাপ্ত রতন মিয়া জেলার পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের জমগ্রাম এলাকার রহিদুল ইসলামের ছেলে। 

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন বলেন, উপজেলার পশ্চিম সারডুবী এলাকায় নবী উদ্দিনের সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়ের বিয়ের আয়োজন চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে প্রশাসনসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও বর রতনকে আটক করা হয়। পরে বর রতন মিয়াকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

এ বিষয়ে হাতীবান্ধা থানার এসআই কমল জানান, শুক্রবার দুপুরে বর রতন মিয়াকে জেলহাজতে পাঠানো হয়েছে। 

সীমান্তে বাঘ আতঙ্ক, বিজিবির সতর্কতা জারি

২২ ইঞ্জিনের ১৬টিই মেয়াদোত্তীর্ণ, ঝুঁকি

লালমনিরহাটের পাটগ্রাম: কাটার অনুমতি না পেয়ে গাছ রেখেই সড়ক প্রশস্ত

সার না পেয়ে কৃষকদের ফের মহাসড়ক অবরোধ

লালমনিরহাটের পাটগ্রাম: জব্দ করা সার বিক্রিতে ফের অনিয়ম, ক্ষোভ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

অর্থাভাবে নিভে যাচ্ছে শিশু সাব্বিরের চোখের আলো

সার সংকটে ক্ষুব্ধ কৃষকদের মহাসড়ক অবরোধ

ফসলি জমি থেকে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার

হাতীবান্ধায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু