হোম > সারা দেশ > লালমনিরহাট

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রতিনিধি

পাটগ্রাম (লালমনিরহাট): ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রিফাত হোসেন (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে উপজেলার শমসের নগর সীমান্তে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি উপজেলার জগতবেড় ইউনিয়নের মুন্সিরহাট গ্রামে। তাঁর বাবার নাম ইসমাইল হোসেন। 

বিজিবি ও সীমান্ত সূত্র জানায়, আজ ভোরে ওই ইউনিয়নের পূর্ব জগতবেড় গ্রাম সীমান্তের ৮৬২ নম্বর মেইন পিলার ও ১ নম্বর সাব পিলারের কাছে বাংলাদেশি ১০–১২ জনের একটি দল গরু আনতে যায়। এ সময় তাঁরা কাঁটাতারের কাছে গেলে ভারতীয় ১৪০ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের চুয়াংগারখাতা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে রিফাত হোসেন গলায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহতের লাশ ভারতীয় নো ম্যানস ল্যান্ড অংশে পড়ে থাকে। সকাল সাড়ে ৯টার দিকে ভারতীয় অভ্যন্তরে বিএসএফ লাশ নিয়ে যায়। 

 ৬১ ব্যাটালিয়নের শমসের নগর বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার বিল্লাল হোসেন বাংলাদেশি যুবক নিহতের সত্যতা স্বীকার করে বলেন, ভারতীয় চুয়াংগারখাতা বিএসএফ ক্যাম্পের কমান্ডার একটি চিঠি দিয়েছে। পতাকা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। 

এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ ৬১ (বিজিবি) রংপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ বলেন, `নিহতের ব্যাপারে তদন্ত করছি। উনাদের (বিএসএফ) সঙ্গে বৈঠকের পর বিস্তারিত জানাব।' 

অনুপ্রবেশকারী বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি

সীমান্তে বাঘ আতঙ্ক, বিজিবির সতর্কতা জারি

২২ ইঞ্জিনের ১৬টিই মেয়াদোত্তীর্ণ, ঝুঁকি

লালমনিরহাটের পাটগ্রাম: কাটার অনুমতি না পেয়ে গাছ রেখেই সড়ক প্রশস্ত

সার না পেয়ে কৃষকদের ফের মহাসড়ক অবরোধ

লালমনিরহাটের পাটগ্রাম: জব্দ করা সার বিক্রিতে ফের অনিয়ম, ক্ষোভ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

অর্থাভাবে নিভে যাচ্ছে শিশু সাব্বিরের চোখের আলো

সার সংকটে ক্ষুব্ধ কৃষকদের মহাসড়ক অবরোধ