হোম > সারা দেশ > রংপুর

লালমনিরহাটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট সদর উপজেলায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আজ বুধবার বিকেলে উপজেলার মহেন্দ্রনগর-বড়বাড়ী আঞ্চলিক সড়কের বুড়ির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের সেলিমনগর খেতাবাগ এলাকার মুজিবর রহমানের ছেলে রেজাউল ইসলাম (৪০) এবং কালীগঞ্জ উপজেলার চৌধুরীরহাট এলাকার মোহাম্মদ আলীর ছেলে নবীউল ইসলাম রাজু (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বিকেলে লালমনিরহাট শহর থেকে অটোরিকশায় কয়েকজন যাত্রী বড়বাড়ী বাজারের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি বুড়ির বাজার এলাকা অতিক্রম করার সময় অপর দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতেই অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ওই অটোরিকশায় থাকা যাত্রীদের মধ্যে দুজন ঘটনা স্থলেই মারা যান। পুলিশ ও স্থানীয়রা বাকি আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যান। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেলে পাঠানো হয়।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

লালমনিরহাট-২ আসন: জনতা দলের শামীমের ২ কোটি টাকার বেশি ঋণ, পরিবারে সোনা ৫৫ ভরি

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

৫টি সাজাসহ ২৩টি ওয়ারেন্টে সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

কর্মবিরতিতে কার্যক্রম বন্ধ: মাসব্যাপী টিকাবঞ্চিত শিশুরা

লালমনিরহাটের ৩ আসন: জাপার দুর্গে বিভক্ত বিএনপি

অনুপ্রবেশকারী বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি

সীমান্তে বাঘ আতঙ্ক, বিজিবির সতর্কতা জারি

২২ ইঞ্জিনের ১৬টিই মেয়াদোত্তীর্ণ, ঝুঁকি