হোম > সারা দেশ > লালমনিরহাট

বিপৎসীমায় তিস্তার পানি, খুলে দেওয়া হয়েছে ব্যারাজের ৪৪ কপাট

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

উজানের পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। ফলে ৪৪টি জল কপাট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণ করছেন ব্যারাজ কর্তৃপক্ষ। 
 
আজ শনিবার দুপুর ১২টা দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তা নদীর পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার। যা বিপৎসীমার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার)। 

এর আগে শনিবার সকাল ৬টায় তিস্তা নদীর পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ২৮ সেন্টিমিটার। যা বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। 

পানি উন্নায়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, ভারত থেকে আসা পাহাড়ি ঢল ও অতি বৃষ্টিপাতের কারণে শনিবার ভোর থেকে তিস্তার পানি বাড়তে শুরু করে। এতে দেশের সর্ব বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়। ফলে তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে পানি বাড়তে শুরু করেছে। এদিকে পানি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি জল কপাট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণ করা হচ্ছে। 
 
এ বিষয়ে ডালিয়া পানি উন্নায়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আফসাউদ্দৌলা আজকের পত্রিকা বলেন, ‘তিস্তা নদীর পানি শনিবার ভোর থেকে বাড়তে শুরু করেছে। সকালে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। বর্তমানে তিস্তা নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করছে।’

লালমনিরহাট-২ আসন: জনতা দলের শামীমের ২ কোটি টাকার বেশি ঋণ, পরিবারে সোনা ৫৫ ভরি

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

৫টি সাজাসহ ২৩টি ওয়ারেন্টে সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

কর্মবিরতিতে কার্যক্রম বন্ধ: মাসব্যাপী টিকাবঞ্চিত শিশুরা

লালমনিরহাটের ৩ আসন: জাপার দুর্গে বিভক্ত বিএনপি

অনুপ্রবেশকারী বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি

সীমান্তে বাঘ আতঙ্ক, বিজিবির সতর্কতা জারি

২২ ইঞ্জিনের ১৬টিই মেয়াদোত্তীর্ণ, ঝুঁকি

লালমনিরহাটের পাটগ্রাম: কাটার অনুমতি না পেয়ে গাছ রেখেই সড়ক প্রশস্ত