হোম > সারা দেশ > লালমনিরহাট

হাতীবান্ধায় আওয়ামী লীগের ২০ নেতাকে বহিষ্কার

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আওয়ামী লীগের ২০ নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার দুপুর ২টায় ২০ নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মিলন সরকার। 

বহিষ্কৃতরা হলেন, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও নওদাবাস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অশ্বিনী কুমার বসুনিয়া, উপদেষ্টা ও ভেলাগুড়ি ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী মহির উদ্দিন, উপদেষ্টা ও সিংগীমারী ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী আলাউদ্দিন মিয়া, উপদেষ্টা ও ডাউয়াবাড়ি ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী রেজ্জাকুল ইসলাম কায়েদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বিদ্রোহী প্রার্থী আঞ্জুমান আরা, উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহেদুল ইসলাম সজীব, ডাউয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিদ্রোহী প্রার্থী দেলোয়ার রহমান, ভেলাগুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও বিদ্রোহী প্রার্থী ইবনে ওহাব আল মাহমুদ, গোতামারী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও বিদ্রোহী প্রার্থী মোনাব্বেরুল হক, ফকির পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিদ্রোহী প্রার্থী আজিজার রহমান, ফকিরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিদ্রোহী প্রার্থী জাহিদ হোসেন, সিংগীমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সদস্য ও বিদ্রোহী প্রার্থী শাহ মমিনুল ইসলাম, বড়খাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সদস্য বিদ্রোহী প্রার্থী মেহেদি হাসান, বড়খাতা ইউনিয়ন আওয়ামী লীগের প্রাথমিক সদস্য ও বিদ্রোহী প্রার্থী সজল হোসেন, বড়খাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সদস্য ও বিদ্রোহী প্রার্থী মেহেদি হাসান, ফকির পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রাথমিক সদস্য ও বিদ্রোহী প্রার্থী ফজলার রহমান খোকন, ভেলাগুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের প্রাথমিক সদস্য ও বিদ্রোহী প্রার্থী ইলিয়াস তালুকদার, সানিয়াজান ইউনিয়ন আওয়ামী লীগের প্রাথমিক সদস্য ও বিদ্রোহী প্রার্থী এনায়েত উল্লাহ, বড়খাতা ইউনিয়ন আওয়ামী লীগের প্রাথমিক সদস্য ও বিদ্রোহী প্রার্থী সজল হোসেন, ভেলাগুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক আনছার আলী, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য ও গড্ডিমারী ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী শামসুল হুদা, নওদাবাস ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও বিদ্রোহী প্রার্থী রতন চক্রবর্তী। 

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মিলন সরকার বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০ নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারাই কাজ করবেন, তাদেরই বহিষ্কার করা হবে।

লালমনিরহাট-২ আসন: জনতা দলের শামীমের ২ কোটি টাকার বেশি ঋণ, পরিবারে সোনা ৫৫ ভরি

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

৫টি সাজাসহ ২৩টি ওয়ারেন্টে সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

কর্মবিরতিতে কার্যক্রম বন্ধ: মাসব্যাপী টিকাবঞ্চিত শিশুরা

লালমনিরহাটের ৩ আসন: জাপার দুর্গে বিভক্ত বিএনপি

অনুপ্রবেশকারী বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি

সীমান্তে বাঘ আতঙ্ক, বিজিবির সতর্কতা জারি

২২ ইঞ্জিনের ১৬টিই মেয়াদোত্তীর্ণ, ঝুঁকি

লালমনিরহাটের পাটগ্রাম: কাটার অনুমতি না পেয়ে গাছ রেখেই সড়ক প্রশস্ত