হোম > সারা দেশ > লালমনিরহাট

কালীগঞ্জে চোর সন্দেহে কিশোরকে পাশবিক নির্যাতন

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় চোর সন্দেহে এক কিশোরকে (১৪) নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। আহত কিশোরের বাড়ি উপজেলার ভোটমারী ইউনিয়নের উত্তর জামির বাড়ি এলাকায়।

অভিযোগে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার উত্তর জামিরবাড়ি এলাকার মা হারা ওই কিশোর মামা আনিছার রহমানের বাড়িতে থাকে। সম্প্রতি ঢাকায় আত্নীয়ের বাসায় বেড়াতে যায়। গত রোববার বাড়ি ফেরার পথে ব্যাঙ্গেরহাট এলাকায় টিউবয়েলের একটি সকেট রাস্তায় পড়ে থাকতে দেখে হাতে নেয় সে। এ সময় স্থানীয় বাসিন্দা ওহাব মিয়া, তাপস ও রানা মিয়াসহ কয়েকজন তাঁকে চোর সন্দেহে আটক করে।

পরে পাশের একটি মাছের প্রজেক্টে নিয়ে কিশোরটিকে রশিতে বেঁধে মারপিট করে। একপর্যায়ে প্লায়ার্স দিয়ে তার শরীরের চামড়া টেনে ছিড়ে ফেলে। এরপর কিশোরটিকে বাঁশ ডলা (দুই বাশ দিয়ে শরীর চেপে ধরা) দেয় নির্যাতনকারীরা। এ সময় পাশে থাকা কেউ একজন ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

যা থেকে খবর পেয়ে কিশোরের মামা আনিছার রহমান ভোটমারী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আহাদুল হোসেনসহ কয়েকজনকে নিয়ে ঘটনাস্থলে যা। তাঁরা আহত অবস্থায় কিশোরটিকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এ ঘটনায় গতকাল গতকাল সোমবার তিনজনের নামসহ অজ্ঞাতনামা আরও ৬-৭ জনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন কিশোরের মামা আনিছার রহমান। তবে এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

কালীগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালমনিরহাট-২ আসন: জনতা দলের শামীমের ২ কোটি টাকার বেশি ঋণ, পরিবারে সোনা ৫৫ ভরি

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

৫টি সাজাসহ ২৩টি ওয়ারেন্টে সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

কর্মবিরতিতে কার্যক্রম বন্ধ: মাসব্যাপী টিকাবঞ্চিত শিশুরা

লালমনিরহাটের ৩ আসন: জাপার দুর্গে বিভক্ত বিএনপি

অনুপ্রবেশকারী বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি

সীমান্তে বাঘ আতঙ্ক, বিজিবির সতর্কতা জারি

২২ ইঞ্জিনের ১৬টিই মেয়াদোত্তীর্ণ, ঝুঁকি

লালমনিরহাটের পাটগ্রাম: কাটার অনুমতি না পেয়ে গাছ রেখেই সড়ক প্রশস্ত