হোম > সারা দেশ > লালমনিরহাট

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারীতে এক স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে আনছার আলী (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে সোমবার সন্ধ্যায় ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে আদিতমারী থানায় আনছার আলীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।

মামলার এজাহারে জানা গেছে, প্রায় আট মাস আগে ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করেন আনছার আলী। মেরে ফেলার হুমকি দিয়ে বিষয়টি গোপন রাখতে বলেন। ভয়ে ধর্ষণের ঘটনাটি গোপন রাখে ভুক্তভোগী স্কুলছাত্রী। পরে তার শরীরের পরিবর্তন দেখে পরিবারের লোকজন চিকিৎসক দেখান। পরীক্ষা-নিরীক্ষা করে পরিবারের লোকজন জানতে পারেন সে আট মাসের অন্তঃসত্ত্বা। পরে ভুক্তভোগী স্কুলছাত্রী ধর্ষণের ঘটনাটি পরিবারকে জানায়।

ঘটনাটি জানার পর সোমবার সন্ধ্যায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে আদিতমারী থানায় আনছার আলীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। ওই দিন রাতেই আনছার আলীকে গ্রেপ্তার করে পুলিশ।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম বলেন, আজ মঙ্গলবার সকালে গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

লালমনিরহাট-২ আসন: জনতা দলের শামীমের ২ কোটি টাকার বেশি ঋণ, পরিবারে সোনা ৫৫ ভরি

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

৫টি সাজাসহ ২৩টি ওয়ারেন্টে সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

কর্মবিরতিতে কার্যক্রম বন্ধ: মাসব্যাপী টিকাবঞ্চিত শিশুরা

লালমনিরহাটের ৩ আসন: জাপার দুর্গে বিভক্ত বিএনপি

অনুপ্রবেশকারী বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি

সীমান্তে বাঘ আতঙ্ক, বিজিবির সতর্কতা জারি

২২ ইঞ্জিনের ১৬টিই মেয়াদোত্তীর্ণ, ঝুঁকি

লালমনিরহাটের পাটগ্রাম: কাটার অনুমতি না পেয়ে গাছ রেখেই সড়ক প্রশস্ত