হোম > সারা দেশ > রংপুর

বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ১০ দিন

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থল শুল্ক স্টেশন ও স্থলবন্দর বিভিন্ন ছুটিসহ ঈদুল ফিতর উপলক্ষে ১০ দিন বন্ধ থাকবে। এই সময়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রীরা চলাচল করতে পারবেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান সায়েদ। তিনি বলেন, ‘ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী লাইলাতুল কদর, ঈদ, সাপ্তাহিক ছুটিসহ ১০ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর। ২৯ এপ্রিল এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম আগের নিয়মে চলবে।’ 

জানা গেছে, আগামীকাল বুধবার লাইলাতুল কদর, ২২-২৩ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর (সম্ভাব্য) ও ২৮ এপ্রিল (শুক্রবার) সাপ্তাহিক বন্ধ হওয়ায় ১৯ থেকে ২৭ এপ্রিল মোট ১০ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বুড়িমারী সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন ও আমদানি-রপ্তানি গ্রুপ। তবে পুলিশ অভিবাসন (ইমিগ্রেশন) চৌকি খোলা ও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে। 

বন্ধ থাকার বিষয়ে সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের চিঠি বুড়িমারী স্থল শুল্ক স্টেশন (কাস্টমস কর্তৃপক্ষ), বন্দর কর্তৃপক্ষ, বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, উদ্ভিদ সঙ্গনিরোধ কর্তৃপক্ষ, বুড়িমারী বিজিবি কমান্ডার, পুলিশ ইমিগ্রেশন ও ভারতীয় চ্যাংরাবান্ধা ও ভুটান স্থল শুল্ক স্টেশন কাস্টমস, চ্যাংরাবান্ধা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, এক্সপোর্টার অ্যাসোসিয়েশন ও ভুটান এক্সপোর্টার অ্যাসোসিয়েশনকে দেওয়া হয়েছে। 

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) হাসান কবির বলেন, ‘ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী বুড়িমারী স্থল শুল্ক স্টেশন ও স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও এই পথ দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত চালু থাকবে।’ 

বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) গিয়াস উদ্দিন বলেন, ‘লাইলাতুল কদর ও ঈদ উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানিসহ বিভিন্ন কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে চিঠি দিয়েছেন। ব্যবসায়ীরা কার্যক্রম বন্ধ রাখলে এমনিতেই বন্ধ হয়ে পড়ে স্থলবন্দর।’

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

লালমনিরহাট-২ আসন: জনতা দলের শামীমের ২ কোটি টাকার বেশি ঋণ, পরিবারে সোনা ৫৫ ভরি

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

৫টি সাজাসহ ২৩টি ওয়ারেন্টে সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

কর্মবিরতিতে কার্যক্রম বন্ধ: মাসব্যাপী টিকাবঞ্চিত শিশুরা

লালমনিরহাটের ৩ আসন: জাপার দুর্গে বিভক্ত বিএনপি

অনুপ্রবেশকারী বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি

সীমান্তে বাঘ আতঙ্ক, বিজিবির সতর্কতা জারি

২২ ইঞ্জিনের ১৬টিই মেয়াদোত্তীর্ণ, ঝুঁকি