হোম > সারা দেশ > লালমনিরহাট

হাতীবান্ধায় আশ্রয়ণের কাজে বাধার দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১ 

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় আশ্রয়ণ প্রকল্পের কাজ করতে বাধা দেওয়ার অভিযোগে আব্দুল লতিফ (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে তাঁকে লালমনিরহাট আদালতে হাজির করা হয়েছে। এর আগে রোববার বিকেলে উপজেলার নওদাবাস এলাকা থেকে তাঁকে আটক করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা। এ ছাড়া তিনি অনেক বছর ধরে ওই জমিতে বাস করছেন। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৮ নভেম্বর প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভূমিহীনদের মধ্যে জমি ও ঘর দেওয়ার জন্য উপজেলার নওদাবাস ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে প্রায় ২ একর ৪১ শতক জমিতে কাজ শুরু হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্যদের উপস্থিতিতে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘর তৈরির কাজ শুরু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজির হোসেন। এ সময় কয়েকটি ঘরের ভিত্তি খননের কাজও করা হয়। কিন্তু পর দিন সকালে স্থানীয় লোকজন নির্মাণকাজে বাধা দেন। পরে খবর পেয়ে ইউএনও নাজির হোসেন সেখানে উপস্থিত হন। তখনো কাজ করতে চাইলে স্থানীয়রা বাধা দেন। 

স্থানীয় বাসিন্দা আমেনা বেগম বলেন, ‘আমরা দীর্ঘ দিন ধরে এই এলাকায় বাস করছি। এই জমির নিয়ে আদালতে মামলা চলছে। 
তাই মামলার রায় না হওয়া পর্যন্ত আমরা কোনো কাজ করতে দেব না। কাজ করতে বাধা দিলে ইউএনও স্যার ও তাঁর লোকজন আমাদের ওপর হামলা করেন। এতে কয়েক জন আহত হয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’ 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজির হোসেন বলেন, ‘সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া থানায় অভিযোগ করা হয়েছে। সেখানে উপস্থিত থাকা অবস্থায় কারও সঙ্গে আমার কোনো সমস্যা হয়নি।’ 

এ বিষয়ে জানতে চাইলে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, ‘সরকারি কাজে বাধা দেওয়ায় থানায় একটি মামলা হয়েছে। একজনকে আটক করে আজ দুপুরে লালমনিরহাট জেল হাজতে হাজির করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ’

লালমনিরহাট-২ আসন: জনতা দলের শামীমের ২ কোটি টাকার বেশি ঋণ, পরিবারে সোনা ৫৫ ভরি

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

৫টি সাজাসহ ২৩টি ওয়ারেন্টে সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

কর্মবিরতিতে কার্যক্রম বন্ধ: মাসব্যাপী টিকাবঞ্চিত শিশুরা

লালমনিরহাটের ৩ আসন: জাপার দুর্গে বিভক্ত বিএনপি

অনুপ্রবেশকারী বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি

সীমান্তে বাঘ আতঙ্ক, বিজিবির সতর্কতা জারি

২২ ইঞ্জিনের ১৬টিই মেয়াদোত্তীর্ণ, ঝুঁকি

লালমনিরহাটের পাটগ্রাম: কাটার অনুমতি না পেয়ে গাছ রেখেই সড়ক প্রশস্ত