হোম > সারা দেশ > লালমনিরহাট

কুরিয়ার সার্ভিসের গাড়ি থেকে ৩ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ 

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে তিন কোটি টাকা মূল্যের ভারতীয় কাপড়সহ কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নে তিস্তা সড়ক সেতুর টোল প্লাজা থেকে এটি জব্দ করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপ্তিতে জানানো হয়, কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে করতোয়া কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানে করে ঢাকায় যাচ্ছে ভারতীয় কাপড়ের একটি বড় চালান। এমন খবরে বিজিবি গংগারহাট বিওপির একটি দল রোববার রাতে কুড়িগ্রাম–রংপুর মহাসড়কে বড়বাড়ি এলাকায় কাভার্ড ভ্যানটি থামানোর চেষ্টা করে ব্যর্থ হয়।

পরে বিজিবি লালমনিরহাট সদর ব্যাটালিয়নের সদস্যরা সোমবার ভোরে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা সড়ক সেতু টোল প্লাজায় অভিযান চালিয়ে করতোয়া কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানটি আটক করে।

গাড়িতে তল্লাশি চালিয়ে এক হাজার ৪৬৬টি ভারতীয় শাড়ি, এক হাজার প্যান্ট ও এক হাজার ৪৭৯টি পাঞ্জাবি জব্দ করে। এসব মালামালের আনুমানিক মূল্য তিন কোটি ১৯ লাখ ২৭ হাজার টাকা। পণ্যগুলো লালমনিরহাট কাস্টমসে জমা করা হয়েছে বলে বিজ্ঞাপ্তিতে জানানো হয়।

৫টি সাজাসহ ২৩টি ওয়ারেন্টে সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

কর্মবিরতিতে কার্যক্রম বন্ধ: মাসব্যাপী টিকাবঞ্চিত শিশুরা

লালমনিরহাটের ৩ আসন: জাপার দুর্গে বিভক্ত বিএনপি

অনুপ্রবেশকারী বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি

সীমান্তে বাঘ আতঙ্ক, বিজিবির সতর্কতা জারি

২২ ইঞ্জিনের ১৬টিই মেয়াদোত্তীর্ণ, ঝুঁকি

লালমনিরহাটের পাটগ্রাম: কাটার অনুমতি না পেয়ে গাছ রেখেই সড়ক প্রশস্ত

সার না পেয়ে কৃষকদের ফের মহাসড়ক অবরোধ

লালমনিরহাটের পাটগ্রাম: জব্দ করা সার বিক্রিতে ফের অনিয়ম, ক্ষোভ