হোম > সারা দেশ > লালমনিরহাট

লালমনিরহাটে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

ঢাকা থেকে নিজ বাড়িতে ফিরছিলেন রাজমিস্ত্রি মমিনুল ইসলাম মমিন (৪০)। বাড়ির কাছাকাছি পৌঁছালে গতকাল শনিবার এক সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। শনিবার সন্ধ্যায় লালমনিরহাট-বুড়িমারী সড়কের উপজেলার বানিনগর মুরগি ফার্ম এলাকায় শ্যালোইঞ্জিনচালিত ভটভটির ধাক্কায় তাঁর মৃত্যু হয়।

জানা গেছে, মমিনুল ইসলাম মমিন কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের শৈলমারী গ্রামের মৃত নুরুল হকের ছেলে।

পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন মমিনুল ইসলাম মমিন। পরিবারের সঙ্গে দেখা করতে শনিবার ঢাকা থেকে নিজ বাড়ি কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের শৈলমারী গ্রামে ফিরছিলেন তিনি। বাসে রংপুর পৌঁছে সিএনজিচালিত অটোরিকশায় করে নিজ উপজেলা কালীগঞ্জের বানিনগর মুরগি ফার্ম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি শ্যালোইঞ্জিনচালিত ভটভটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মমিনের মৃত্যু হয়। খবর পেয়ে কালীগঞ্জ থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

২২ ইঞ্জিনের ১৬টিই মেয়াদোত্তীর্ণ, ঝুঁকি

লালমনিরহাটের পাটগ্রাম: কাটার অনুমতি না পেয়ে গাছ রেখেই সড়ক প্রশস্ত

সার না পেয়ে কৃষকদের ফের মহাসড়ক অবরোধ

লালমনিরহাটের পাটগ্রাম: জব্দ করা সার বিক্রিতে ফের অনিয়ম, ক্ষোভ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

অর্থাভাবে নিভে যাচ্ছে শিশু সাব্বিরের চোখের আলো

সার সংকটে ক্ষুব্ধ কৃষকদের মহাসড়ক অবরোধ

ফসলি জমি থেকে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার

হাতীবান্ধায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

সীমান্তে ছররা গুলি ছুড়েছে বিএসএফ, পতাকা বৈঠকে অসম্মতি