হোম > সারা দেশ > লালমনিরহাট

হাতীবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় ধরনী কান্ত রায় নামের ষাটোর্ধ্ব এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ২টার দিকে উপজেলার নওদাবাস বাজারে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলটি জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদে জমা দেন স্থানীয়রা। তবে মোটরসাইকেলচালক পালিয়ে যান।

ধরনী কান্ত রায় উপজেলার নওদাবাস ইউনিয়নের পূর্ব নওদাবাস গ্রামের মৃত বীরেন্দ্রনাথের ছেলে। তিনি পেশায় কৃষক।

প্রত্যক্ষদর্শী রাকিবুল হাসান রিপন বলেন, ওই বৃদ্ধ দুপুরে বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় উপজেলার দইখাওয়া মোড় থেকে আসা দইখাওয়াগামী দ্রুত গতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার আল আকসা বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে।’

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, ‘পরিবারের সদস্যরা কোনো অভিযোগ করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

লালমনিরহাট-২ আসন: জনতা দলের শামীমের ২ কোটি টাকার বেশি ঋণ, পরিবারে সোনা ৫৫ ভরি

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

৫টি সাজাসহ ২৩টি ওয়ারেন্টে সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

কর্মবিরতিতে কার্যক্রম বন্ধ: মাসব্যাপী টিকাবঞ্চিত শিশুরা

লালমনিরহাটের ৩ আসন: জাপার দুর্গে বিভক্ত বিএনপি

অনুপ্রবেশকারী বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি

সীমান্তে বাঘ আতঙ্ক, বিজিবির সতর্কতা জারি

২২ ইঞ্জিনের ১৬টিই মেয়াদোত্তীর্ণ, ঝুঁকি

লালমনিরহাটের পাটগ্রাম: কাটার অনুমতি না পেয়ে গাছ রেখেই সড়ক প্রশস্ত