হোম > সারা দেশ > লালমনিরহাট

কাটা মাথা মিলল ৭ কিমি দূরে, সতিন গ্রেপ্তার

লালমনিরহাট প্রতিনিধি 

পুলিশের হাতে গ্রেপ্তার মেহেরুন বেগম (বাঁয়ে)। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটে ভুট্টাখেত থেকে মাথাবিহীন মরদেহ উদ্ধারের তিন দিন পরে সেই হাসিনা বেগমের (৪৫) কাটা মাথা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর সতিন মেহেরুন বেগমকে (৪৮) গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, মেহেরুন বেগমের দেওয়া তথ্যে আজ শনিবার দুপুরে আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কুটিবাড়ি গ্রামের ভারতীয় সীমান্তবর্তী ভুট্টাখেত থেকে হাসিনার কাটা মাথা উদ্ধার করে পুলিশ। এর আগে গত বুধবার (৫ মার্চ) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ বামনটারী শ্মশান এলাকার একটি ভুট্টাখেত থেকে হাসিনা বেগমের মাথাবিহীন লাশ উদ্ধার করা হয়। দেহ থেকে মাথা রাখা হয় প্রায় সাত কিলোমিটার দূরে। তবে নিজ বাড়ির পাশের ভুট্টাখেতে।

মৃত হাসিনা বেগম ভারতীয় সীমান্ত ঘেঁষা লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কুটিবাড়ি গ্রামের ভ্যানচালক আশরাফুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। তিনি পার্শ্ববর্তী এলাকা ভারতের দিনহাটা থানার হরিরহাট ইউনিয়নের জারিধল্লা গ্রামের কাশেম আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গরুর ঘাস কাটতে গিয়ে স্থানীয় শ্রমিকেরা ভুট্টাখেতের আইলে মাথাবিহীন নারীর লাশ দেখতে পান। খবর পেয়ে সদর থানা-পুলিশ অজ্ঞাত হিসেবে লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় ভুট্টাখেতটির মালিক শফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। পুলিশ লাশের আঙুলের ছাপ নিয়ে গত বৃহস্পতিবার পরিচয় শনাক্ত করে। এর পর থেকে মৃত হাসিনার স্বামী ভ্যানচালক আশরাফুল ও তাঁর প্রথম স্ত্রী মেহেরুনসহ পুরো পরিবার আত্মগোপন করেন।

পুলিশ হাসিনা বেগমের মাথা উদ্ধার করতে এবং ঘটনার ক্লু উদ্ধারে অভিযান চালায়। অভিযানের অংশ হিসেবে গতকাল শুক্রবার সন্ধ্যায় মেহেরুনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী তাঁকে সঙ্গে নিয়ে আজ শনিবার দুপুরে কুটিবাড়ি গ্রামে অভিযান চালিয়ে মাথাটি উদ্ধার করে পুলিশ। পরে মেহেরুন বেগমকে এ হত্যা মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।

দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুর রাজ্জাক বলেন, ভ্যানচালক আশরাফুলের দুই স্ত্রীর পৃথক দুটি বাড়ি। তবে নিজে ছোট স্ত্রী হাসিনার ঘরে থাকতেন। দুই স্ত্রীর মাঝে বিরোধ ছিল। তবে আশরাফুল ছোট স্ত্রীকে সর্বদা সঙ্গে রাখতেন। এমনকি কোথাও গেলে হাসিনাকে ভ্যানে করে নিয়ে যেতেন। তিনি বলেন, ‘তাঁদের ভালোবাসা সম্রাট শাহজাহান-মমতাজকে হার মানায়। সেই ভালোবাসার সমাধি মাথাবিহীন হাসিনার লাশ মানতে পারছে না গ্রামবাসী। ঘটনার পর থেকে আশরাফুল আত্মগোপনে থাকা সন্দেহজনক।’

ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি: আজকের পত্রিকা

ঘটনাস্থলে উপস্থিত সদর থানার পরিদর্শক (তদন্ত) বাদল চন্দ্র বলেন, মেহেরুন বেগমের দেওয়া তথ্যে হাসিনা বেগমের মাথা উদ্ধার করা হয়েছে। ভুট্টাখেতে সামান্য গর্তে মাথাটি পুঁতে রাখা হয়েছিল।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী বলেন, হাসিনা বেগমের সতিন মেহেরুন বেগমকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁর দেওয়া তথ্যে কাটা মাথা উদ্ধার করা হয়েছে।

৫টি সাজাসহ ২৩টি ওয়ারেন্টে সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

কর্মবিরতিতে কার্যক্রম বন্ধ: মাসব্যাপী টিকাবঞ্চিত শিশুরা

লালমনিরহাটের ৩ আসন: জাপার দুর্গে বিভক্ত বিএনপি

অনুপ্রবেশকারী বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি

সীমান্তে বাঘ আতঙ্ক, বিজিবির সতর্কতা জারি

২২ ইঞ্জিনের ১৬টিই মেয়াদোত্তীর্ণ, ঝুঁকি

লালমনিরহাটের পাটগ্রাম: কাটার অনুমতি না পেয়ে গাছ রেখেই সড়ক প্রশস্ত

সার না পেয়ে কৃষকদের ফের মহাসড়ক অবরোধ

লালমনিরহাটের পাটগ্রাম: জব্দ করা সার বিক্রিতে ফের অনিয়ম, ক্ষোভ