হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে বিদেশি পিস্তলসহ নারী আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি

আটক সাজু আক্তার হামছাদী এলাকার চিহ্নিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী মো. জুয়েল হোসেনের স্ত্রী। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুরে বিদেশি পিস্তলসহ সাজু আক্তার (৩০) নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী এলাকায় অভিযান চালিয়ে ওই নারীকে আটক করা হয়।

আটক সাজু আক্তার হামছাদী এলাকার চিহ্নিত মাদক ও অস্ত্র কারবারি মো. জুয়েল হোসেনের স্ত্রী।

জেলা গোয়েন্দা পুলিশ ও স্থানীয়রা জানায়, জুয়েলের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। জেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসাসহ অস্ত্র বেচাকেনায় জড়িত থাকার অভিযোগও রয়েছে। জুয়েলকে ধরতে নানা সময়ে একাধিক অভিযান চালানো হলেও আটক করা সম্ভব হয়নি।

জুয়েল নিজ বাড়িতে অবস্থান করছেন—এমন খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান জুয়েল।

জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক (ওসি) শাহাদাত হোসেন টিটু জানান, মো. জুয়েল মাদক ও অস্ত্র ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। জুয়েলকে ধরতে পুলিশ সাঁড়াশি অভিযান চালায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান তিনি। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল জব্দ করা হয়। এ সময় জুয়েলের স্ত্রী সাজু আক্তারকে আটক করা হয়েছে। অস্ত্র ও মাদক বেচাকেনায় জুয়েলের স্ত্রী সাজু আক্তারও জড়িত রয়েছেন।

সাজু আক্তারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

রাজনীতিবিদদের মধ্যে গুণগত পরিবর্তন না এলে ভবিষ্যৎ প্রজন্ম নেতৃত্ব সংকটে পড়বে: লক্ষ্মীপুরে এ্যানি

লক্ষ্মীপুরে ‘অস্ত্র কারখানার মালিক’ নুর উদ্দিন গ্রেপ্তার

উঠান বৈঠক চলার সময় বিএনপি নেতার মৃত্যু

লক্ষ্মীপুরে জেএসডির জনসভায় আসার পথে হামলা-ভাঙচুর, গুলিবিদ্ধসহ আহত ১৫